নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের নাম জীবন !

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শুক্রবার দিনটা যে এতো ছোট আর এতো দ্রুত চলে যায় চাকরি না করলে কখনো বুজতাম না !
.
মাসের শেষে যে পকেট খালি হয়ে যায় সেই উপলব্দিও কখনো হতো না চাকরি না করলে !
.
বসের বকাবকি যে স্কুলের স্যারের কেরাত বেতের চেয়ে মধুর তা ও কখনো বুজা হতো না !
.
আমি যে এতো ভদ্র তা কখনো জানা হতো না ! জ্বি স্যার, জ্বি স্যার বলে শ্রদ্ধায় টাকার কাছে আমিও নুয়ে পড়তে পারি জানা ছিলো না !
.
গত দশ বছর যে আমি এগারোটার আগে সচারচর ঘুম থেকে উঠতাম না সে আমার এখন ভোরে ঘুম থেকে উঠা মিস হয় না তা ও চরম বিস্ময় !
.
কলিগ'রা কখনো বন্ধু হতে পারে না সেই অনুভূতি কখনো হতো না ! গর্তে পড়লে তারা নিজের পিঠ বাঁচিয়ে সাইড নেয় !
.
চাকরি হলে সবাই শুধু খেতে চায় ! কেউ নিজ থেকে খাওয়ায় না !
.
চাকরি হলে সবচেয়ে বেশী 'বউ'য়ের প্রয়োজন বেশী দেখা দেয় ! (চলবে)
(ভালো দিকগুলোও তুলে ধরা হবে আরেক দিন ....)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাঈদ এন কে বলেছেন: কিছু বাস্তব সত্য তুলে ধরেছেন,এ জন্য ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

বিপরীত বাক বলেছেন: চাকরি।
আহা চাকরি।

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: হ ভাই চাকরি !

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

আল মামুন রাজীব বলেছেন: আহা চাকরিজীবী মানুষ

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: হাম ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.