নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনিয়ম

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

স্কুল কলেজে থাকতে ছোট খাট কোন পোগ্রাম থাকলে তা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উস্ প্রাইমারী স্কুলের তালা ভেঙ্গে করতাম !
.
অথবা চাবি যার কাছে থাকে তার থেকে সিস্টেম করে চাবি নিয়ে পোগ্রামগুলো করতাম ৷
.
একদিন চিন্তা করলাম অনুমতি নিয়ে করবো ৷ কার কাছ থেকে অনুমতি নিতে হবে জানতাম না ! রুম বরাদ্দের জন্য আবেদন পত্র লিখলাম ৷
.
আবেদন পত্রটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে গেলাম ৷ তিনি স্কুলের প্রধানকে দিতে বললেন ৷
.
স্কুল প্রধানের কাছে দৌড়ে গেলাম তিনি স্কুল ম্যানেজিং কমিটিকে দেখিয়ে দিলেন
.
স্কুল ম্যানেজিং কমিটি দেখিয়ে দিলেন সহকারী পক্টর কে দিতে
.
সহকারী পক্টর দেখিয়ে দিলেন পক্টর কে
.
পক্টর দেখিয়ে দিলেন প্রো-ভাইস-চ্যান্সলর কে
.
প্রো-ভিসির পিএস বললেন হবে না দেশের পরিস্থিতি খারাপ আপনারা বরং ভিসি স্যারের সাথে দেখা করেন !
.
ভাইস চ্যান্সলর যদি না করেন তাহলে আমাদের একমাত্র উপায় থাকবে চ্যান্সলর মানে রাষ্ট্রপতি বরাবর আবেদন করা !
.
আর সামনে আগালাম না এভাবে সাতদিন কেটে গেলো !
.
এসব পক্রিয়া বাদ দিয়ে,
.
তারপর পুনরায় দপ্তরীকে দশ টাকা দিয়ে তালা খুলিয়ে পোগ্রাম সম্পন্ন করলাম !
.
যাকগে সে কথা,
.
ছেলেটি বিয়ে করার জন্য মেয়ের বাবাকে প্রস্তাব পাঠালো
.
সবকিছু জানা সত্ত্বেও এক মাস ধরে ছেলের খোঁজ খবর নেওয়া শুরু করলো নতুন করে আবার সিটারেট টিগারেট ধরলো নাকি
.
গুঁতিয়ে গুঁতিয়ে চাকরির ইনক্রিমেন্ট কয় টাকা হয়েছে তা বের করলো
.
পনের লাখ টাকা কাবিন ধার্য করলো
.
দফায় দফায় মিটিং হলো !
.
ছেলের পক্ষ পনের লাখ টাকা কাবিন হলে দেড় হাজার মানুষ না খাওয়ালে কথা ভাঙ্গবে না !
.
মেয়ের পক্ষ বললো তাইলে বিশ ভরি স্বর্ণ দেওয়া লাগবে
.
ছেলের পক্ষ বললো তিন রুম ফার্নিচার দেওয়া লাগবে
.
ছেলে পক্ষ বললো ঠিক আছে মহেশখালির পান কুমিল্লার রস মালাই সন্দ্বীপের দই নাটোরের কাঁচাগোলা ইত্যাদি খাওয়াতো হবে
.
বিয়ের শাড়ি দিতে হবে তিনটা এক লাখ টাকা দিয়ে তাহলে শেরওয়ানি ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে এনে দিতে হবে
.
এছাড়া জীবনে বিয়ে একবার হয় তাই সজ্জার জন্য গ্রিন বক্স ইভেন্ট, রয়্যাল ওয়েডিং, ক্যান্ডেল লাইট এবং বার্জার পেইন্ট নামক যে কোন একটি প্যাকেজ নিতে হবে
.
বউকে সাজানোর জন্য পারসোনা, কিউ বেলা, রেড বিউটি পারলার অ্যান্ড স্পা, অরা বিউটি পারলার, হারমোনি স্পা কোন প্রতিষ্ঠানের সাজ ভালো তা নিয়ে বিস্তর গবেষণা করা লাগবে
.
কক্স টুডে, ভ্রমণ ডটকম ডট বিডি, প্যালেস, পর্যটন করপোরেশন, মারমেইড, দোসিয়া রিসোর্ট, বেঙ্গল ট্যুরস, ছুটি, ট্যুর বিডি ডটকমসহ কোন প্যাকেজে হানিমুন ভালো হবে তা নিয়ে ও চলছে হাড্ডাহাড্ডি লড়াই
.
কোন কথা বললেই একটা কথা শুনতে হয় বিয়ে তো জীবনে একবার ই করবে !
.
নিয়মের ঘেরা কলে পড়ে তাদের বিয়েটা ভেঙ্গে গেলো !
.
সবাই মন খারাপ করে নতুন মেয়ে দেখতে লাগলো এদিকে ছেলে মেয়ে দুইজন পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে দৃষ্টান্ত স্থাপন করলো !
.
অনিয়ম থেকে যদি দারুণ কিছু হয় তবে অনিয়ম ই ভালো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে নিয়ম ভাংগার পক্ষে ২টি বড় ধরণের উদাহরণ

২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩০

গেম চেঞ্জার বলেছেন: জয়! অনিয়মেরই জয়!! B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.