নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ পহেলা বৈশাখে বিয়ে!

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

আমি পহেলা বৈশাখে বিয়ে করবো! খাবার ম্যানু থাকবে পান্তা ভাত আর ইলিশ! স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণী! আপনার অগ্রীম আমন্ত্রিত!
.
বিয়েটা এই বছর ই করতাম কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী ইলিশ খাবেন না বলেছেন তাই করিনি!
.
পহেলা বৈশাখ অনেক ই আসতে পারবে না তাই ফেসবুক ব্লগ রিয়েল লাইফ থেকে শুরু করে বইয়ের পাঠক শুদ্ধ চৌদ্দ গোষ্ঠী দাওয়াত দিবো!
.
আমার ফ্রেন্ড লিস্টে যে পরিমান বিভিন্ন পত্রিকার সাংবাদিক আছে তাদেরকে দাওয়াত দিলে আশা করি নিউজ কাভার পেতে অসুবিধা হবে না! ব্লগের ভাইয়েরা তো আছে!
.
পেইজের এডমিন ভাইয়দের জন্য দুই টুকরো করে আর চিপ এডমিন সাদিফ সৈকত ভাই টাইপদের জন্য তিন টুকরো!
.
খাওয়ার শেষে সাংবাদিকরা প্রশ্ন করার জন্য এগিয়ে আসবে!
.
এমন ইউনিক আইডিয়া মাথায় এলো কি করে আবদুর রব শরীফ ভাই?
.
এটা কি অর্থনীতির কস্ট মিনিমাইজিংয়ের কোন আইডিয়া?
.
সাংবাদিকদের জন্য আরেক টুকরো বাড়িয়ে দিলে হতো না?
.
চিপ এডমিনরা ভাইয়ের বিয়েতে তিন টুকরো পেয়ে যথেষ্ট সন্তুষ্ট! কেউ আমীন না বলে যাবেন না!
.
আমি চুপ করে প্রশ্নগুলো শুনবো!
.
যখন দেখবো ক্যামেরার ফ্লাশের আনুপাতিক হার বেড়ে যাচ্ছে তখন মুখ খুলবো!
.
সুধী উপস্থিতি,
আপনাদেরকে অশেষ ধন্যবাদ! আসলে পহেলা বৈশাখে ইলিশ পান্তা খাওয়াইয়ে বিয়ে করার প্লানটা আমার মাথায় এসেছে তখন থেকে যখন দাদা দাদী নানা নানীর বলতো এই দিন ভালো খেলে পুরো বছর ভালো খেতে পারবে! ভালো ঘুমালে পুরো বছর ভালো ঘুমাতে পারবে! ভালো কাজ করলে পুরো বছর ভাল কাজ করতে পারবে!
.
কি বলেন আপনারা নিশ্চয় আমার সাথে একমত হবেন!
.
সবাই যখন সমস্বরে আমি হ্যাঁ বলিলাম! আমি হ্যাঁ বলিলাম! আমি হ্যাঁ বলিলাম সুতরাং হ্যাঁ জয়যুক্ত হয়েছে এমন ভাব করবে! ঠিক তখনি বলবো,
.
পহেলা বৈশাখ বিয়ে করলে প্রতি বছর বিয়ে করতে পারবো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.