নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০০৫ সালে যখন এসএসসি'র রেজাল্ট হয় তখন স্কুলে গিয়ে রেজাল্ট দেখা ছাড়া আর কোন উপায় ছিলো না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলটি পাহাড়ের পাদদেশে হওয়ায় সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়! সিঁড়ির প্রতি ধাপে একজন করে জিজ্ঞেস করছিলো রেজাল্ট কি! প্রশ্নগুলো শুনছি আর নিচে নামছি!
.
মনে হচ্ছিলো আমি মাটি ভেদ করে নলকূপের পাইপের মতো দেড়শ ফিট নিচে চলে যাচ্ছি!
.
তখন পর্যন্ত আমার কাছে জীবনের মানে ছিলো এসএসসি পরীক্ষা! এরপরে জীবন নেই! ভালো রেজাল্ট করলে আমিই পৃথিবীর রাজা হবো!
.
রেজাল্ট হলো! ফুরফুরে মেজাজে রেজাল্ট দেখে সেই একই সিঁড়ি বেয়ে উপরের দিক উঠছি আর ভাবছি সিঁড়িটা আকাশ ছুঁয়ে যাচ্ছে!
.
খোদার কসম! এরপরে দুই এক মাস বাদে মনে হলো ধ্যাত শালার! জীবন তো মাত্র শুরু!
.
অনেক দিন পর কেউ ভুলেও জিজ্ঞেস করে না ভাই এসএসসি তে কি পেয়েছেন?
.
আমি নিজেই ভুলে গেছি কত তারিখ কোন ক্লাশে কোন বেঞ্চে কোন রুল নম্বরে আমি পরীক্ষা দিয়েছি!
.
আদৌ কি পরীক্ষা দিয়েছিলাম! ধর্মের পর কোন সাবজেক্ট দিয়েছি! পাশের মেয়েটার নাম মনে আছে কিন্তু তার পাশে বসা ছেলেটা কে ছিলো! এমন শত শত গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে গেছি!
.
কোন বিষয়ে জিপিএ কত ছিলো সেটা ও মনে নেই! শুধু এই জন্য গোল্ডেন এ+ পাওয়া দরকার বলে আমার মনে হয়! তাতে অন্তত হিসেব মনে রাখা সহজ হয়! সব বিষয়ে এ+
.
এসএসসি'র কথা বাদ দিলাম এইচএসসির কথাও কেউ জিজ্ঞেস করে না!
.
এমন কি অনার্স মাস্টার্সের কথাও...! মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞেস করে কোন সাবজেক্টে ছিলেন আর সেশন কত? মনে মনে ভাবি এই বুঝি অর্থনীতির চাহিদা যোগান থেকে কোন প্রশ্ন করবে ভদ্রলোক! কিন্তু উল্টো প্রশ্ন করে, বিয়ে করছেন কবে?
.
কালে ভদ্রে কেউ জিজ্ঞস করে, এসএসসি এইচএসসি কত সালে ভাই? দুই হাজার পাঁচ/সাত! ওহ ইয়া! আমি ও! আপনি তো বন্ধু হয়ে গেলেন!
.
আমি ছাড়া আমার এসএসসি এইচএসসি'র রেজাল্ট কি এটা আমার বাবাও ভুলে গেছে!
.
সুতরাং তোমরা যারা রেজাল্ট নিয়ে টেনশন করো! আত্নহত্যা করো! হতাশ হও! একদিন দেখবা এগুল হাস্যকর!
.
কখনো ভালো একটা চাকরি পেয়ে গেলে সার্টিফিকেট হয়ে যাবে কাগজের টুকরো!
.
অবসর নেওয়ার পর বাসা চেইঞ্জ করেছে এক ভদ্রলোক! হঠাৎ আলমারি খুলে দেখে ত্রিশ বছর আগে ড্রয়ারে রাখা সার্টিফিকেটগুলো! আজ পৃথিবীর কাছে এগুলোর কোন মূল্য নেই!
.
কিন্তু জীবনের কর্মগুলো আসল সার্টিফিকেট হয়ে থেকে যাবে! বড্ড ভালো লোক ছিলো আবদুর রব শরীফ সাহেব! আজ আমাদের মাঝে নেই!
.
নেই বললে সবকিছু নাই হয়ে যায় না! কর্ম দিয়ে বেঁচে থাকে কেউ কেউ! আমরা কি পারবো যুগ যুগ ধরে মৃত্যুর পরও বেঁচে থাকতে?
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: মরেও অমর খুব কম লোকই হয়
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১
আবদুর রব শরীফ বলেছেন: আসলেই ঠিক!
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু জীবনের কর্মগুলো আসল সার্টিফিকেট হয়ে থেকে যাবে[/sb..........কথা সত্য, শুভেচ্ছা জানবেন।