নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ বউ

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

কথিত আছে, এক লেখক একটি বই লিখেছিলেন প্রথম সংস্করণে যার নাম দিয়েছিলেন How to change your life কিন্তু তেমন কেউ কিনলো না! তবুও তিনি শখের বশত দ্বিতীয় সংস্করণ বের করার সময় টাইপ ম্যানের ভুলের কারণে বইয়ের নাম হয়ে গিয়েছিলো How to change your wife এই কারণে সেই বই দশ লক্ষ কপি বিক্রী হয়েছিলো!
.
তবে Change Your Life, Not Your Wife by Tony Ferretti, Ph D and Peter J. Weiss এর জনপ্রিয় বই আছে! সফল দম্পতিদের সাফল্যগাঁথা নিয়ে!
.
যদিও উত্তর আমেরিকা এবং সাইবেরিয়ায় উত্তর মেরুর কাছাকাছি এলাকায় উপজাতিরা তাদের রীতিনীতি অনুযায়ী স্ত্রী পাল্টাপাল্টি করে পূণ্যের আশায়!
.
সত্যি বলতে কি ডাঃ লুৎফর রহমানের প্রীতি উপহার বইটি বউ টিকিয়ে রাখার জন্য যথেষ্ট! আমি পড়েছি আপনিও পড়তে পারেন! ছোট্ট একটি বই!
.
সম্প্রতি বিয়ে করেছে এমন একজন এসে বললো, শরীফ ভাই বিয়ে করিয়েন না! আমি বললাম, দোস্ত তুমি তো করেছো? সে বললো, আর করবো না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বউ বাজার আছে! এক দফা এক দাবী নিয়ে জামাই বাজারের দাবীতে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি!
.
আজকাল মেয়েরা একটু দুষ্ট হয়! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমি মেয়ে পড়াচ্ছি! তো অভিজ্ঞতা থেকে বুঝলাম মেয়েরা একটু মিষ্টি দুষ্ট টাইপের হয়! একদিন ম্যাথ স্যার অংক করাচ্ছে এমন সময় মেয়ে জিজ্ঞস করলো, স্যার আজ আমাকে কেমন লাগছে? স্যার বললো অংকে মনোযোগ দাও! মেয়ের মন খারাপ! স্যার লিখে যাচ্ছে tanC/sinC = (sinC/cosC)/sin C = 1/cosC= secC(সেক্সি)
.
মেয়ে আর বউ দুইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? মেয়েরা দুষ্ট হয় আর বউরা দুষ্টমি করে!
.
চাকরি ঘুম লেখালেখির পাশাপাশি আমার আরো একটি কাজ আছে! সময় পেলে জোকস পড়া! জোকস লেখা! তো বউ নিয়ে সেরা জোকসটা আপনাদের কাছে শেয়ার করবো,
.
জৈনক ভদ্রলোক! নতুন ইন্টারনেট ব্যবহার শিখেছেন! একদিন বউ এসে তাকে বকা দিয়ে উত্তাল পাত্তাল করে তুলোধুনো করছে! দুইদিন পর তাকে জিগাইলাম কি হয়েছিলো ঐ দিন? বললো দূর ভাই! দুঃখের কথা আর কইয়েন না! বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে বিক্রয় ডট কমে পোস্ট করে দিয়েছি!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২১

ঢাকাবাসী বলেছেন: বেশ মজার তবে বেশী ছোট হয়ে গেল যে!

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

রাসেল উদ্দীন বলেছেন: মজার, কিন্তু অপরিপূর্ণ!

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: শেষ হইয়া ও হইলো না শেষ

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

আরাফআহনাফ বলেছেন: "দূর ভাই! দুঃখের কথা আর কইয়েন না! বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে বিক্রয় ডট কমে পোস্ট করে দিয়েছি!" হা হা হা !
বিক্রয়ডটকমে ছবি পোস্টাইছেতো প্রবলেম কী? বিক্রি না করলেইতো হইলো ! !! ! ! (আহা, বেচারা কী মাইরটাই না খাইলো :D )

অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে........................। আসলেই ছোট হয়ে গেল ।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.