নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

Mr. Rajib থেকে Mr. Ajib

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ছাত্র যেহেতু সেখানে যেমন অর্থনীতি সাবজেক্ট আছে তেমনি রাষ্ট্র বিজ্ঞানও আছে!
.
প্রশ্ন হলো একটি রাষ্ট্র কেন গঠিত হয়? অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ ক) জীবনের নিরাপত্তা খ) সম্পত্তির নিরাপত্তা
.
আর সেই জন্য অর্থকষ্টে থাকা জৈনক বাবুল আবুল বিড়ি টেনেও ট্যাক্স দেয়! চুল ফালানোর ব্লেড কিনেও ট্যাক্স দেয়!
.
যখন সেই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ বলে, আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে! আমি এখন কিত্তাম!
.
অথবা যদি বলে সবার বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি আমার! আমি কিত্তাম!
.
শেয়ার বাজারের টাকা লুট হয়ে যায়! সারা জীবনের সঞ্চয়!
.
হলমার্ক করে টাকা লুট হয়ে যায়!
.
ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়!
.
লকার ভেঙ্গে টাকা উদাও হয়ে যায়!
.
ক্ষমতাবানদের দ্বারা জায়গা লুট হয়ে যায়!
.
বন জঙ্গল জমি লুট হয়ে যায়!
.
পাহাড় পর্বত নদী লুট হয়ে যায়!
.
বেড রুমে খুন! বের হলে গুম!
.
রক্ষক ভক্ষক! সম্পত্তির নিরাপত্তা তো দূরের কথা জীবনের নিরাপত্তা ও থাকে না তখন স্বাভাবিক প্রশ্ন জাগে এই রাষ্ট্রের কি দরকার?
.
আজীব রাষ্ট্র!
.
জীব(প্রাণি) বসবাসের অযোগ্য হলে বলা হয় আজীব!
.
বাবা মা অনেক আশা নিয়ে নাম রেখেছিলো রাজীব! Mr. Rajib
.
কিন্তু আমার বন্ধসুলভ কলিগ ধীমান নন্দী ভাই ভুলে মেইল করে দিয়েছে, Mr. Ajib ভাই!
.
স্বাধীনতার স্বপ্ন নিয়ে তেমনি ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছে তাতে সব ঠিক আছে! কিঞ্চিত মিস্টেক আছে! স্বাধীনতা পেয়েছি কিন্তু নিরাপত্তা পাইনি!
.
স্বাধীনতার সংজ্ঞাটি মাস্টার্সে পড়িয়েছিলেন অর্থনীতিবিদ মঈনুল ইসলাম স্যার! স্বাধীনতা হলো অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মীয় এবং বাক স্বাধীনতার সম্মিলিত রূপ! মাঝে মাঝে ভাবি স্যার ভুল পড়িয়েছেন! কে ফলো করে এসব সংজ্ঞা?
.
বাস্তব জীবন পাতার কোন সংজ্ঞা হয়না! এখানে পড়া নেই তাকিয়ে দেখা আছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.