নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্যারাডক্সিকেল সাজিদ!

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ছেলেটা তিন তিনবার বিসিএস ফেইল! তবুও সে পরীক্ষা দিয়ে যাচ্ছে! শেষ বার সে লিখিত পরীক্ষায় চান্স পাওয়ায় হয়ে গেছে এলাকার আইডল!
.
সবাই তার চেষ্টা দেখে মুগ্ধ হয়ে নামকরণ করেছে ক্যাডার সাজিদ!
.
তো এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিলো! মেয়ের বাবা তা জানতে পেরে মেয়ের অবর্তমানে খোঁজ নিয়ে জানতে পারলেন ছেলে ক্যাডার! বিসিএস ক্যাডার সাজিদ!
.
ছেলেটি চতুর্থ বার লিখিত পরীক্ষায় ফেইল করলো! এলাকাবাসী চরম হতাশ! তার চাকরির বয়সও শেষ!
.
সরকারী চাকরির আশায় আর কোন চাকরিতে এপ্লাই করেনি সে!
.
মেয়েটি একদিন সাজিদের কাছে আসলো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ৷ সে বললো, প্রিয় ক্যাডার সাজিদ, তুমি বিসিএস ক্যাডার হতে পারোনি বলে বাধ্য হয়ে চলে যাচ্ছি কারণ বাবা বলেছে বিসিএস ক্যাডার ছাড়া মেয়ে বিয়ে দিবে না!
.
ছেলেটি মুখ খুললো! একটু ইয়ার্কির সুরে বললো, আমি বিসিএস ক্যাডার হলে আমার ফ্যামেলিও তোমাকে মেনে নিতো না! সুতরাং তুমি এখন আসতে পারো!
.
মেয়ের বাবা কিছুই জানতো না!
.
একদিন সে এলাকায় আবার সাজিদের খোঁজে আসলো! একজন লোক ধরে জিজ্ঞেস করলো, সম্মানিতো ক্যাডার সাজিদের একটু খবর দিতে পারবেন? তার সাথে আমার কিছু কথা আছে!
.
লোকটি তাকে বললো, সাজিদ তো প্রকৃত ক্যাডার হয়ে গেছে! ভয়ঙ্কর ক্যাডার!
.
মেয়ের বাবা একজন বিসিএস ক্যাডার থেকে ভয়ঙ্কর ক্যাডার হওয়ার গল্পটি শুনলো! এ এক অদ্ভুত প্যারাডক্সিকেল সাজিদ!
.
মলম পার্টির নাম তো অনেকে শুনেছেন! তো এক কবুতর বিক্রেতাকে এক মলম পার্টি জিজ্ঞেস করছে, বিক্রী করবেন নাকি? কবুতর বিক্রেতা বললো, দরদাম হলে বিক্রী করবো! মলম পার্টি বললো, আমার কাছে এক প্রকার মলম আছে অনেক কাজের তবে দরদাম পরে করলেও হয়! কবুতরওয়ালা বললো, এটা কিভাবে সম্ভব?
.
তারপর মলম পার্টি তার কপালে একটু মলম ঘষে দিলো! বললো, বুঝতে পারছেন এই মলমের বৈশিষ্ট্য কি? কবুতরওয়ালা মনে করলো কবুতরের বৈশিষ্ট্য জিজ্ঞেস করছে! সে ঘুমের অতল গহীনে ডুবে যাওয়ার আগে হাত থেকে কবুতরের পা ছেড়ে দিলো! কবুতর আকাশে উড়ে যাচ্ছে! সে এলোমেলোভাবে বলে যাচ্ছে, আকাশে উড়ে যাওয়া কবুতরের বৈশিষ্ট্য!
.
মলম পার্টির কবুতর ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ভেস্তে গেলো!
.
মলম পার্টির নায়ক ছিলো প্যারাডক্সিকেল সাজিদ! এভাবে তার জীবনের সব পরিকল্পনা ভেস্তে যায়! তবুও সে এখনো পরিকল্পনা করে... তার বিসিএস ক্যাডার বন্ধুও পরিকল্পনা করে! দুর্নীতির পরিকল্পনা! তারচেয়ে ভয়ঙ্কর ক্যাডার হওয়া অনেক ভালো! কারণ এখানে নীতির শপথ ভঙ্গ করে দুর্নীতি করতে হয় না! বেপারটা প্যারাডক্সিকেল(প্রচলিত মতের বিরুদ্ধ মত) !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ছেলেটা তিন তিনবার বিসিএস ফেইল!
ভাই আমি চারবার প্রিলি থেকে বাদ পড়ছি!

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: হেহে

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১

গোধূলির * পথচারী বলেছেন:
Paradoxical Sajid.pdf

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.