নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটি আমাকে জিজ্ঞেস করেছিলো আবদুর রব শরীফ ভাই কারো জীবনে প্রথম নারী হতে হলে আমাকে কি করতে হবে?
.
আমি বলেছিলাম, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে যে তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে তার থেকে সূচনা হবে!
.
তেমনি আমি বিয়ের পর মন থেকে সকল নারী ডিলিট করে দিবো কারণ আমি চাই আমার ভালবাসার ইতিহাস তোমাকে দিয়ে শুরু হবে!
.
ভাই এগুলো কি বলেন?
.
ঠিক ই তো বলছি! তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে!
.
কি কাজ?
.
ভাই ডাকা বন্ধ করে ভাইয়ের ইতিহাস সমাপ্তি ঘোষণা করতে হবে!
.
কারণ মেয়েটি বেশ সুন্দর ছিলো!
.
কথিত আছে, বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ একটি গ্রুপ চ্যাট করছিলেন কার সফলতা বেশী?
.
বিল গেটস বলছিলেন আমি অপারেটিং সিস্টেমকে সহজ সরল সাবলীল না করলে স্টিভ জবস আইফোন আবিষ্কার করে অধরায় থেকে যেতেন! স্টিভ জবস বললেন তুমি তো মিয়া সফল হওয়ার আগে কানে আইফোন লাগায় ঘুরতা সুতরাং আমি বেশী সফল!
.
মাঝখান দিয়ে মার্ক জুকার বার্গ উঠে বললেন, সফলতার ইতিহাস চীনের প্রথম সম্রাটের বই পুড়ানোর মতো আমি ই শেষ করেছি! হু সুতরাং আমিই সফল!
.
বিল গেটস, স্টিভ জবস সমস্বরে বলে উঠলেন কিভাবে?
.
মার্ক জুকারবার্গ বললেন, ফেসবুক আবিষ্কার করে আমি সফল হয়েছি কিন্তু তা ব্যবহার করে নেশায় আসক্ত হয়ে এরপরে আর কেউ সফল হতে পারবে না!
.
তো জৈনক আর্মির ক্যাপ্টেন বিয়ের জন্য চারটি পাত্রী দেখেছিলেন! পত্রীকে বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে আসতে বলেছিলেন!
.
আমার অফিস বায়জিদ হওয়ায় বেশ কয়েকবার তার সাথে দেখা হয়েছে ৷ তাকে আমি প্রশ্ন করলাম, পাত্রীকে কি প্রশ্ন করেন?
.
সব পাত্রীদের জিজ্ঞেস করেছি তুমি আমার জন্য কি করতে পারবে?
.
প্রথম পাত্রী উত্তর দিয়েছিলো, আমি আমার স্বামীর জন্য জীবন দিয়ে দিতে পারবো!
.
দ্বিতীয় পাত্রী তো কবিতা পাঠ করা শুরু করলো, সংসার সুখের হয় রমণীর গুণে তবে গুণবতী স্বামী যদি থাকে তার সনে! এমন একটি স্বামী ফেলে আমি সুখ শান্তি সমৃদ্ধিতে তার জীবন বড়িয়ে দিবো!
.
তৃতীয় পাত্রী বেশ সুন্দর ছিলো! কিছু না বলে ভাব ধরেছিলো!
.
জিজ্ঞেস করলাম আপনার দৃষ্টিতে কে সফল? বললো কে আবার! যে সুন্দরী সে!
.
পৃথিবীর নিয়ম ই এমনি! বড্ড স্বার্থপর হিসেব নিকেশ!
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২
সালমান মাহফুজ বলেছেন: ভাল্লাগছে ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
বর্ষন হোমস বলেছেন:
৪রথ পাত্রী কে কি জিজ্ঞেস করলো?
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ!
৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: তা তো জানি না!
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০
রায়হানুল এফ রাজ বলেছেন: কথা সত্য।