নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন সংক্ষেপে সিইপিজেড, বলা হয়ে থাকে পুরো দেশের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে তার মধ্যে এটি অন্যতম!
.
ইপিজেড এলাকাকে বলা হয় দেশের মধ্যে অবস্থিত ক্ষুদ্র বিদেশ! গেইটের ভিতরে শত শত শিল্প প্রতিষ্ঠান আর গেইটের বাহিরে রোজ বসে থাকে সাহায্যের অপেক্ষায় এই বুড়ি মা!
.
কেডিএস এক্সেসোরিজে চাকরি করার সুবাদে রোজ মিটিংয়ে যায় ওখানে! গত এক বছর ধরে তাকে দেখে আসছি! শুধু আমি না তাকে দেখে আসছে শত শত প্রতিষ্ঠানের মালিক, বায়ার, ডিরেক্টর, মার্চেন্ডাইজারসহ দেশী বিদেশী হাজারো মানুষ!
.
কখনো হয়তো কারো মনে এই কিউট বুড়িটি দাগ ফেলতে পারেনি!
.
ব্যস্ত এই জীবনে এসব কিছু লক্ষ্য করার অবকাশ আমাদের কারো নেই! যে যার মতো ছুটছি আমরা! তবুও হাতের কাছে যখন এমন একটি মডেল বসে আছে তার একটি ফটোগ্রাফি না করলেই নয়!
.
তার বয়স কত হতে পারে?
.
তার আগে একটি কৌতুক বলি! প্রেমিক প্রেমিকাকে বলছে আমার সাথে প্রেম করার আগে তুমি কত জনের সাথে প্রেম করছো? প্রেমিকা নিশ্চুপ! প্রেমিক রেগেমেগে বললো, চুপ করে আছো কেনো? প্রেমিকা উত্তর দিলো, চুপ করে গুনছি!
.
আমিও চুপ করে বুড়ি মা'র বয়স গুনছি!
.
তো এক বুড়ি মা গেছে ভিক্ষা করতে! বাড়িওয়ালা বললেন, মাফ করো! বুড়ি মা বললেন, মাফ করবো এক শর্তে ভিক্ষা বাড়িয়ে দিতে হবে!
.
এই বুড়ি মা ও কয় দিন বাঁচবে জানি না ফ্রি ফোর্টে আপনার সাথে কখনো দেখা হলে তাকে পাঁচ টাকা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করিয়েন!
২২ শে মে, ২০১৭ রাত ৮:৪১
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা
২| ২২ শে মে, ২০১৭ রাত ১০:০৫
বালাম সিটিকে বলেছেন: বেচে থাকার সংগ্রাম
এ খুব কঠিন এক সংগ্রাম
এ সংগ্রামে আমরা সকলেই সৈনিক ---------এই বুড়ি 'মা' টিও সৈনিক
২২ শে মে, ২০১৭ রাত ১১:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: আর কতকাল সংগ্রাম করবে!
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
নারী প্রাইম মিনিস্টার, নারী স্পীকার, নারী বিরোধী-দলের নেত্রীর দেশে নারী ভিক্ষুক; ইডিওটিক সমস্যা