নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
হুমায়ুন আহমেদ বলেছিলেন বাঙ্গালীর বাম হাত এবং ডান হাত বাদেও আরেকটি হাত আছে সেটা হলো অজুহাত! যেটা সবচেয়ে বেশী ব্যবহার করে!
.
ছবির ছেলেটির বাম হাত ডান হাত কোনটি নেই! কিন্তু সে বাঙ্গালীর ভালবাসায় বেঁচে আছে! অদৃশ্য ভালবাসার হাত!
.
রোজ ছেলেটি চট্টগ্রাম ষোল শহর দুই নম্বর গেইট থেকে বাসে উঠে কোমরে বাঁধা থলি নিয়ে! বাস কন্টাকদারের সাথে এক টাকা নিয়ে তুলকালাম করা বাস যাত্রীগুলো দুই পাঁচ দশ টাকা চুপ করে সে থলিতে ঢুকিয়ে দেয়! হাউ কিউট!
.
জন্ম থেকে দুই হাত ছিলো না জয়পুরহাটের বিউটি'র তবুও মা বাবা শিক্ষক বন্ধুদের ভালবাসায় অনুপ্রাণিত হয়ে অদম্য মানসিক শক্তির পরিচয়ের সহিত পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়েছিলো বিউটি!
.
২৪ বছর বয়সী ভারতের চন্ডীগড়ের জগবিন্দর সিংয়ের জন্মের থেকে কনুইয়ের পর হাত দুটো নেই তবুও সে চন্ডীগড় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন! এখন সাইক্লিংয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন!
.
২০০৪ সালে বৈদ্যুতিক ট্রান্সফরমারে ঢুকে পড়া একটি চড়ুই পাখিকে বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছিলো কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জহিরপাড়ার বাহার উদ্দীন রায়হানের হাত ও পায়ের তালু তারপর তার দুই হাত কেটে ফেলতে হয়েছিলো! সে এখন কম্পিউটার ট্রেইনার!
.
দুই হাত নেই তবুও ফরিদপুরের অদম্য ছেলে জসিম গত বছর জেএসসি পরীক্ষা দিয়েছিলো পা দিয়ে লিখেই!
.
সমস্যা হলো তারা আবদুর রব শরীফের মতো সব কাজে তৃতীয় হাত নামক অজুহাত দেখাতে পারতো কিন্তু দেখায়নি! প্রতিদিন ভাবি আমার চারপাশে এতো অনুপ্রেরণার গল্প তবুও আমি এতো আইলসা কেনো!
.
মাত্র দশ বছরের একটা মেয়ে দুই হাত নেই কিন্তু পা দিয়ে ছবি আঁকে পুরো দেশে সারা ফেলে দিয়েছিলো রাজশাহীর মেয়ে সুমাইয়া আক্তার সাথী! আবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণির এক কোণায় বসে আবদুর রব শরীফ হালা কি করছে জীবনে!
.
মাঝে মাঝে ভাবি দুই হাত থাকা সত্ত্বেও অজুহাত আমাকে শেষ করলো! আপনাকেও শেষ করছে!
২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০২
আবদুর রব শরীফ বলেছেন: সেটা ও ঠিক তবে চেষ্টা করতে হবে!
২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০৩
কানিজ রিনা বলেছেন: হুমায়ুন আহমেদ তার ব্যক্তিগত জীবনে যে
অজুহাত দাড় করেছিলেন তা তো বড় দৃটান্ত।
ধন্যবাদ,
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩০
আবদুর রব শরীফ বলেছেন: কোন আজুহাত জানতে পারি?
৩| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
যাদের হাত-পা নেই তারা মাথাকে বেশী ব্যবহার করে।
২৩ শে মে, ২০১৭ রাত ৮:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলেছেন!
৪| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: আপনি ঠিকই বলেছেন- বাঙ্গালীর অজুহাত ছাড়াও আর একটা হাত আছে, সেটা হলো- ''ভালোবাসার হাত''।
২৩ শে মে, ২০১৭ রাত ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: তাই তো ঠিকে আছি!
৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শোকর আদায় করা উচিত আল্লাহর কাছে...
২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:১৪
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: অজুহাত না থাকায় ভাল। তবে সবাই যে ভাল কিছু করবে এমন ভাবলেও ভুল হবে।