নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ও ডাক্তার...

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

ও ডাক্তার গানে নচিকেতা ডাক্তারদের শুধু কসাই বলেন নি, এটাও বলেছেন 'আমাদের চোখে সে তো ভগবান'
.
লিখতে বসেছি সে সব ডাক্তারদের নিয়ে,
.
মনে রাখতে হবে, করোনা ভাইরাস রোগীদের পাশে বাবা মা থেকে শুরু করে প্রিয়তমা স্ত্রী, কেউ থাকে না কেবলি ডাক্তার এবং নার্স ছাড়া!
.
এই সময়টাতে কোন প্রিয়জন না পেয়ে রুগী মানসিকভাবে খুব ভেঙ্গে পরে, মানসিক শক্তির সাথে রোগ প্রতিরোধ শক্তির একটা সম্পর্ক আছে তখনি তাকে অনুপ্রেরণা দিতে একমাত্র ডাক্তার বৈকি কোন মোটিবেটর আসেনা,
.
সেখানে রোগীর চলে রোগের বিরুদ্ধে যুদ্ধ আর ডাক্তারের চলে অদৃশ্য শত্রু থেকে সে ও নিরাপদ নয় সুতরাং নিজেকে নিরাপদ রাখার আরেক লড়াই!
.
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছেন কমপক্ষে ৬১ জন ডাক্তার,
.
ভাই রে মাত্র দুই দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বাংলাদেশের যশোরের সন্তান ডাক্তার আফাক হোসেন মোল্লার জান্নাতুল বাকীতে দাফন সম্পন্ন করেছে সৌদি সরকার!
.
হাসপাতালগুলোতে দুই কোটি উন্নত মানের মাস্ক দেওয়ার পরও করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে শুধু ফ্রান্সে মারা গেছেন ৫ জন ডাক্তার,
.
চায়না থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে ৩,৩০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলো এবং যে ৮ স্বাস্থ্যকর্মী মারা গেছে তার মধ্যে ৩ জন ইয়ং ডাক্তার যাদের বয়স যথাক্রমে মাত্র ২৯ এবং ৩৪ বছর!
.
শুধু ফিলিপাইনে করোনা মোকাবেলা করতে গিয়ে মারা গিয়েছে ৯ জন ডাক্তার,
.
পাকিস্তান তরুণ ডাক্তার ওসামা রিয়াজ কিংবা ইরানিয়ান ডাক্তার শিরিণ রুহানি এসব মুসলিম ডাক্তাররা কি করোনায় মুসলিম মরবে না বাণী দেওয়া বক্তাদের সঠিক জ্ঞান দিতে পারবে না!
.
তিনজন ব্রিটিশ এনএইচএসের লিস্টেড ডাক্তার মারা গেছে তাদের মধ্যে ছিলো লিজেন্ডারি ডাক্তার মিস্টার সাধু,
.
মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া থেকে শুরু করে মিশর করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করা ডাক্তাররা একটি বার্তা দিয়ে গেলো, কসাই আর সব ডাক্তার একি তো নয়...!
.
একজন চায়নিজ ডাক্তার লী'র নাম শুনেছেন? যে উহান থেকে সর্বপ্রথম বিশ্বকে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে মর্মে সতর্ক করার পর চায়নার পুলিশ তাকে গুজব ছড়ানোর দায়ে এরেস্ট করে,
.
তাকে ছেড়ে দেওয়ার পর বারবার টেস্ট করে করোনা নেগেটিভ পাওয়ার পরও হাস্যকরভাবে কোয়ারেন্টিনে রাখা হয় পুরো জানুয়ারি মাস!
.
তবুও সে দমে যায়নি, একে একে সাহসিকতার পরিচয় দিয়ে হয়েছে জাতীয় বীর!
.
ডাক্তারদের এসব গল্প বলে শেষ করা যাবে না, শুধু এতটুকু বলবো, তোমরা সত্যিকারের হিরো আছো বলেই আমরা ছোট বেলায় মাই এইম ইন লাইফ টু বি এ ডাক্তার লিখতাম!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: ডাক্তারগণই এখন বীর যোদ্ধা । জাতীয় বীর।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: ও ডাক্তার...! তুমি কত শত পাশ করে......!

২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডাক্তাররা গড় পড়তা মানুষের চেয়ে সাহসী হয় তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে। এই করোনার সময় সাহস খুব দরকার। বিশেষ করে ডাক্তারদের।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: করোণা রোগীদের যারা চিকিতসা দিচ্ছেন তারা বীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.