নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাছাধন

০৩ রা মে, ২০২০ সকাল ৮:৪৫



চবি স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক কাইয়্যুম স্যার মারা যাওয়ার খবরে আমরা যা করেছি তা হলো একটি স্ট্যাটাস দিয়ে কিংবা শেয়ার করে দায়মুক্তি,
.
কিন্তু হিসাব বিজ্ঞানে ফেইল করা ছাত্রটি কোদাল নিয়ে গেছে, লাস্ট বেঞ্চের ছেলেটি কাঁধে করে বাঁশ...!
.
বিশ্বাস করেন ভাই, লক ডাউনের শহরে কাফনের কাপড় কিনতে দৌড়ে যাওয়া ছেলেটি কখনো হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়ার মতো ছিলোনা,
.
আমি যখন এই লেখাটি লিখছি তখন আমার বাবা গিয়েছে কবর খুঁড়তে আর তাকে যে খবর দিয়েছে সে আমার স্কুলের হেড মাষ্টার না বরং দপ্তরি ৷
.
খোদার কসম, তখন সেহেরির শেষ সময় ৷ স্যার মারা গিয়েছেন ভোর চারটায়, খেয়ে আরামছে ঘুম দিয়েছি, একটু ভোরের আলো ফুটলে তারা বাবাকে আবারো ডাকতে এসেছে, দলবদ্ধভাবে সৎকার করবে বলে, তাদের মধ্যে কেউ আমাদের মতো মাস্টার্স পাশ করা তরুণ কিংবা বৃদ্ধরা ছিলোনা,
.
আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমাদের মাঝে মায়াকান্না বেড়ে যাচ্ছে কিন্তু সত্যি সেটা কেবলি লোক দেখানো ৷
.
আজ আমি যদি মারা যায় পরিবারের বাহিরে যে ছেলেটি সবার আগে কাঁধে নিবে সে হয়তো মেট্রিক ফেইল করে রিক্সা চালক বন্ধুটি,
.
এমন হাজারটা ঘটনা দেখাতে পারবো, দিনশেষে যে ছেলেটা সমাজের চোখে অমানুষ হয়েছে তার বুকে ই মনুষ্যত্ব বিরাজ করছে ৷
.
জীবনের হিসাব বিজ্ঞান বহুত জটিল, এখানে আশেপাশে কেবলি অনিশ্চিত হিসেব!
.
যে পৃথিবীতে সদ্য কিনা গাড়ি নষ্ট হওয়ার ভয়ে মুমূর্ষ আপন ভাইয়ের জন্য ট্যাক্সি ডেকে আনা হয় সে শহরেও মানবতা আছে, কেউ না কেউ বুক পেতে দিবে কিন্তু তাকেই আপনি সারা জীবন শ্লার পুত বলে গালি দিয়ে এসেছেন ৷
.
খেটে খাওয়া মানুষগুলোর প্রতিটা দিন ই শিক্ষা, জীবন যেনো তাদের মানবতার বিদ্যালয় ৷
.
তাদের সংগ্রামী মাটির শরীর দিনকে দিন পুড়ে খাঁটি হচ্ছে আর তোমার আমার দেহে অহংকার বেড়ে প্রতিনিয়ত মানুষ থেকে পশুত্ব বরণ করে নিচ্ছে!
.
তবুও প্রতিদিন মানুষ চিনতে ভুল করে যাবো ৷ লাল সালাম দিয়ে মাথায় তুলে রাখবো এমন মানুষদের যারা মরে গেলেও খোঁজ করার প্রয়োজন অনুভব করবে না কিংবা যাদের জীবনে কেবলি আমরা তুচ্ছ নগন্য ৷
.
জীবনের চূড়ান্ত হিসেবে যে জিনিসটি সহজে মিলে না তা হলো কে প্রকৃত আপন আর কে পর তার খোঁজ পাওয়া,
.
অদ্ভুত এক ইগোর দেয়াল আমাদের মাঝে, যে দেয়ালের কাছে পৃথিবীর সব সম্পর্ক ই যেনো তুচ্ছ ৷
.
কবি বেঁচে থাকলে বলতেন, যারে সারা জীবন গালি দিলাম বিপদে সে ই আসলো তেড়ে, সাধের কদুরা, বিপদ আঁচ করতে পারলে যায় ছেড়ে ৷
.
অতি আবেগী হতে পারলাম না তাই আমার জীবনে সাকিব আল হাসানের চেয়ে পাশের সাকিব্বা বেশী গুরুত্বপূর্ণ...!
.
সময় গেলে তুমিও তা বুঝতে পারবে বাছাধন!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ দুপুর ১:৩২

আলোকরশ্মি22 বলেছেন: খুব সত্যি কথা (আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমাদের মাঝে মায়াকান্না বেড়ে যাচ্ছে কিন্তু সত্যি সেটা কেবলি লোক দেখানো ৷) আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতে দিন

২| ০৩ রা মে, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

৩| ০৩ রা মে, ২০২০ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: টাইটেলটা বাছাধন হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.