নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিছুদিনের জন্য চেতনা-দন্ড একটু নামিয়ে রাখুন

১৬ ই মে, ২০২০ রাত ১১:৪২



জ্বি ভাই, এই সেই ব্যাট যা দিয়ে করা ডাবল সেঞ্চুরি ছিলো বাংলাদেশের টেস্টের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি!
.
প্রথম আলো শিরোনাম করেছিলো,মুশফিকের ব্যাটের দাম উঠল ৪০ লাখ টাকা ৷
.
জ্বি আপনারাই এটা ৩২ লাখ টাকাও বিড্ করেছিলেন,
.
আর আফ্রিদি সেটা ১৭ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে, শুরু হয়ে গেছে পক্ষে বিপক্ষে চুলকানি/
.
জীবনের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছিলেন মুশফিক, তা ও করোনা আক্রান্ত মানুষের সহায়তার জন্য ৷
.
কিন্তু যারা ৪০/৩২ লাখ দাম হাঁকিয়েছিলো তারা ছিলো ভুয়া কেউ, একটা মানুষ নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি নিলামে তুলেছিলো করোনা মোকাবেলার যুদ্ধে সামিল হতে, সেখানে গিয়ে আরেক প্রকার প্রজাতি ভুয়া দাম হাঁকাচ্ছে ৷
.
আপনি আফ্রিদির ব্যাট কিনা দেখলেন, করোনাকালে কিছু নিমক হারামিদের মশকরা দেখলেন না?
.
করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন অাফ্রিদি ফাউন্ডেশন, সেখান থেকে এটি ক্রয় করা হয়েছে, এটা নিয়ে কি রাজনীতি করার সময় এখন?
.
ভুয়া বিডকারীদের নিয়ে মুশফিক নিজেও আক্ষেপ করে বলেছিলেন, এমন মহৎ উদ্যোগে এহেন ফাজলামো করে আপনার দেশ এবং ক্রিকেটকে ছোট করেছেন!
.
সেখানে একজন রাজাকার দেশের লোক সেই ব্যাট কিনে চোখে আঙ্গুল দিয়ে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেলেন, বেপারটা আমাদের জন্য সত্যি লজ্জার,
.
আপনাদের কিছু কীট যাদের জন্ম কোথায় আমি জানি না তাদের সুবাদে বিবিসি নিউজ করেছে, 'মুশফিকের ব্যাটের বিডার সানি লিওন, নিলাম নিয়ে হচ্ছেটা কি!'
.
আচ্ছা সেই খেলার স্ট্যাম্পগুলো কই/ খুব জানতে ইচ্ছে করতেছে, একদম যদি সেগুলো তাদের জায়গা মতো দিতে পারতাম! হেব্বী শান্তি লাগতো!
.
আমার একটা ব্যাট দুইটা বলের দাম নেই, থাকলে হয়তো আমিও এগুলো নিজের কাছে না রেখে নিলাম করে দিতাম, আমি জানি আজ পুরো জাতির অবস্থা এমনি ৷
.
যে যার অবস্থান থেকে এগিয়ে আসতেছে, জয়া আহসানও নেমে এসে রাস্তায় রাস্তায় ঘুরে কুকুরদের খাদ্য দিচ্ছিলো দেখে তাকে আরো কিউট লাগতেছিলো, মনে হচ্ছিলো তার বয়স আমার চেয়ে কমে গেছে ৷
.
বিশ্বাস করবেন না ভাই, পাড়া ছোট বাচ্চারা কাঁধে ভাইরাস নির্মুল স্প্রে নিয়ে নেমে গেছে, যে যার অবস্থান থেকে যা কিছু সম্ভব তা নিয়ে কাজ করে যাচ্ছে ৷
.
ঘুষখোর পুলিশ যাদের বলতাম তারা বুক পেতে দিচ্ছে, কসাই ডাক্তারা পরিবার থেকে নিখোঁজ, মৃত্যুর সাথে আলিঙ্গন করে চলছে দিনের পর দিন!
.
সরকারি আমলারা যাদের সালাম দিলে উফ্ করে থেকে হু জবাব দিতো তারাও হ্যান্ড মাইক হাতে নিয়ে চিল্লাইয়া গলা ফাটাইতেছে, ঘরে থাকেন, ভাই প্লিজ ঘরে থাকেন ৷
.
আর আপনারা মশকারি করেন ৷ ভুয়া বিড্ করেন! এই মুহূর্তে চেতনা দন্ড একটু নামিয়ে রাখুন ৷ একাত্তরের যুদ্ধ যেমন দেশ বাঁচাতে ছিলো এই যুদ্ধও তেমনি মানুষ বাঁচাতে...!

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২০ রাত ১২:১০

মীর আবুল আল হাসিব বলেছেন: লা জবাব!!

হেব্বি লাগলো।

একদম মনের কথাগুলো বলছেন।

১৭ ই মে, ২০২০ রাত ১২:১২

আবদুর রব শরীফ বলেছেন: সংকটে বিশ্ব, জানিনা শেষ কোথায় ৷

২| ১৭ ই মে, ২০২০ রাত ১২:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: একাত্তরের ইতিহাস আমরা কখনোই ভুলে যাবো না । তবে এখন মিলে মিশে থাকাই উচিত ।
আছে কিছু মানুষ যারা নিজেরা কিছু করবে না কিন্তু অন্য কারও কাজে সমালোচনা করতে উস্তাদ।

১৭ ই মে, ২০২০ রাত ১:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম মনের কথাটি ই বলেছেন ৷

৩| ১৭ ই মে, ২০২০ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: অতি সামান্য বিষয় নিয়ে কিছু বদলোক বদমাইশি করে। এরা আসলে দেশের শত্রু।

১৭ ই মে, ২০২০ রাত ১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: এমন একটা বিষয় নিয়েও মশকরা করতে ছাড়ে নি ৷

৪| ১৭ ই মে, ২০২০ রাত ১:৩৫

আমি সাজিদ বলেছেন: আপনি কি করছেন? সব পুলিশ আপনার চোখে ঘুষখোর, সব ডাক্তার কসাই! আর আপনি মিয়া হজরত। হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? কি করতেসেন আপনি করোনা যুদ্ধে হজরত?

১৭ ই মে, ২০২০ রাত ১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: আপনার লেখাটি আবার পড়া উচিত ৷

৫| ১৭ ই মে, ২০২০ রাত ১:৪৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জাগ্রত জনতা সবাই। অখন্ড অবসরে খেলো টপিকের অভাব নাই।

১৭ ই মে, ২০২০ রাত ১:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: জানিনা শেষ কোথায় ৷

৬| ১৭ ই মে, ২০২০ রাত ২:০২

আমি সাজিদ বলেছেন: পেশার আগে আপত্তিকর সাফিক্স লাগাবেন কেন? এক শ্রেনীকে জাস্টিফাই করতে গিয়ে অন্য শ্রেনীকে নিচে নামানো মানে ওই একই দোষে আপনিও দোষী। মুশফিকের পিছনে লাগা মানুষজন আর আপনার মধ্যে পার্থক্য আপনি দেখাতে পেরেছেন ভাই?

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২২

আবদুর রব শরীফ বলেছেন: আমি আসলে বলতে চাচ্ছি এখন সময় পক্ষে না ৷ বন্যায় নাকি সাপও মানুষের পাশে বসে থাকে, হিংস্র প্রাণীরাও নিরুপায় হয়ে স্বভাব পল্টায়, মুরুব্বিরা বলেছে ৷

৭| ১৭ ই মে, ২০২০ রাত ২:০৭

আমি সাজিদ বলেছেন: *প্রিফিক্স। সরি। কমেন্ট এডিট করে পড়ে নিয়ে রিপ্লাই দিয়েন।

৮| ১৭ ই মে, ২০২০ রাত ২:০৭

আমি সাজিদ বলেছেন: *প্রিফিক্স। সরি। কমেন্ট এডিট করে পড়ে নিয়ে রিপ্লাই দিয়েন।

৯| ১৭ ই মে, ২০২০ রাত ২:১৭

তানজীম আফরোজ বলেছেন: আসল বিষয় রেখে বাজে বিষয় নিয়ে মাথা ঘামানোটা কারও শখ কারও আবার অভ্যাস....।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২২

আবদুর রব শরীফ বলেছেন: একদম মনের কথা এটিই ৷

১০| ১৭ ই মে, ২০২০ রাত ২:৩৫

রুদ্র নাহিদ বলেছেন: যারা ভুয়া বিড করেছিলো তাদের শাস্তির আওতায় কেন আনা হবে না? মশকরা করার এতো শখ হাতে একবার হাতকড়া পরিয়ে দেয়া হোক।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৩

আবদুর রব শরীফ বলেছেন: মশকরা বেপার না, কিন্তু এই সময়ে কেমনে ওরা সেটা করতে পারলো ৷

১১| ১৭ ই মে, ২০২০ রাত ২:৩৬

রুদ্র নাহিদ বলেছেন: যারা ভুয়া বিড করেছিলো তাদের শাস্তির আওতায় কেন আনা হবে না? মশকরা করার এতো শখ হাতে একবার হাতকড়া পরিয়ে দেয়া হোক।

১২| ১৭ ই মে, ২০২০ রাত ২:৫২

সোহানী বলেছেন: আসলে আমরা এখনো জানি না কোথায় ফান করতে হবে আর ফানের সীমানাই বা কতদূর হবে। আমাদের সে ম্যাচিউরিটি আসার জন্য যে শিক্ষা পরিবেশ দরকার তার থেকে অনেক অনেক দূরে আমরা।

লিখায় সহমত।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৪

আবদুর রব শরীফ বলেছেন: সঠিক যায়গায় সঠিক রিয়েক্ট ও এখনো দিতে শিখিনি ৷

১৩| ১৭ ই মে, ২০২০ ভোর ৪:২৬

নেওয়াজ আলি বলেছেন: করোনায় ধরছে চেতনাকে

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৪

আবদুর রব শরীফ বলেছেন: চেতনা বেশী চেতে যাচ্ছে ৷

১৪| ১৭ ই মে, ২০২০ সকাল ৮:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: সোহানী আপুর মন্তব্যে ভীষনভাবে একমত। শিক্ষা ও সংস্কৃতি থেকে বহুদূরে বাস আমাদের বেশিরভাগের। অনলাইনে নানা বিষয়ে মানুষের মন্তব্য পড়লেই বোঝা যায় কতটা মূর্খতা ও কুসংস্কারাচ্ছন্নতা ছড়িয়ে গিয়েছে সবার মাঝে।

আচ্ছা মিস্টার ট্রুডোর ছবি কেন আপনার প্রোফাইলে?

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ট্রুডো সাহেব, আগষ্ট পর্যন্ত বেতন ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমরা পেয়েছি ৬০%, সব সুবিধাও বাদ, তাই মনে হলো আমিও...!

১৫| ১৭ ই মে, ২০২০ দুপুর ১২:০৭

সাইন বোর্ড বলেছেন: কিছু মানুষ আছে, যাদের কাছে দুঃসময় বলে কিছু নেই ।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৭

আবদুর রব শরীফ বলেছেন: সময় অসময়ের পার্থক্য বুঝতে ব্যর্থ তারা ৷

১৬| ১৭ ই মে, ২০২০ দুপুর ১:২০

হাসান রাজু বলেছেন: ডাক্তার, পুলিশ, কর্তারা আজ মাঠে নেমেছেন। মাস্করা ছেড়ে কাজে নেমেছেন। তাই আমরা জনগণরা ভাবলাম একটু গাঁয়ে হাওয়া লাগিয়ে নেই। একসাথে সবাই কাজের কাজী হলে দেশের ঐতিহ্য টিকবে ? বাঙ্গালিয়ানা বুঝা যাবে?

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৮

আবদুর রব শরীফ বলেছেন: আগে ওনাদের লজ্জা দিতাম, ওনারা এখন আমাদের লজ্জা দেয় ৷

১৭| ১৭ ই মে, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৯

আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল থেকে ব্লগিং করলে অনেক সময় উত্তর দেওয়টা কষ্ট হয়ে যায়!

১৮| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৪০

আমি সাজিদ বলেছেন: আল্লাহ আপনাকে নিশ্চয়ই হিংস্রতা পরিমাপের ফেরেশতা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন হজরত! সবাই হিংস্র!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.