নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাবলিকে পড়ে প্রাইভেটে জব করি এটাই লেখাটির শিরোনাম

১৮ ই মে, ২০২০ রাত ২:২৭



আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাথরুমে এসি তো দূরের কথা পর্যাপ্ত বাথরুমও নেই,
.
পাবলিকে আমি যখন ছাত্র ছিলাম একবার দেখি বাথরুমে পানি নেই, সমাজবিজ্ঞান থেকে দৌড়ে বিবিএ ফ্যাকাল্টিতে চলে গেছি, আরাম অতপর বের হয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্রাশের সাথে দেখা!
.
অর্থনীতির পূর্ব দিকের বাথরুমটা আমার খুব প্রিয়, ক্লাশের ফাঁকে ওখানে বসে সিগারেট টানলে কেউ টের পায় না, সাথে হিল ভিউ, পাখিদের কিচির মিচির বের হয়ে আমারতো আর ব্যষ্টিক অর্থনীতি ভালো লাগে না ৷
.
পাবলিকের বাথরুমে বসে আমি দেখেছিলাম প্রিয় মানুষ চলে যাওয়ার আর্তনাদ, কে যেনো লিখে রেখেছে, 'নীলা,জানো? উচ্ছিষ্ট পেটে ধরে রেখে লাভ নেই, জীবনের প্রয়োজনে ছেড়ে দিতে হয়!'
.
আমার প্রাইভেট শিক্ষক ছিলেন শেখ ফরিদ সুমন তিনি বর্তমান আহসানউল্লাহ্'র সম্মানিত শিক্ষক, বলতেন, 'পাবলিকের বাথরুমের লিখে রাখা লাইনগুলো কিন্তু সত্যি মাঝে মাঝে অসাধারণ মনে হয়!'
.
কত ক্ষোভ, কত যাতনা, না পাওয়ার যন্ত্রণা.... একটু অপেক্ষা করেন! সত্যি সত্যি বাথরুম চাপছে ৷ কি যে গরম, আজ যদি নর্থ সাউথের মতো বাথরুমে একটা এসি থাকতো৷৷৷ ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর,
.
বলতে ভুলে গেছিলাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ একবার কলা ফ্যাকাল্টির বাথরুমে গিয়ে দেখি সেখানে বাথরুমের দেয়ালে অদ্ভুত সব ছোট ছোট চিত্রকর্ম, এদের মধ্য থেকে যদি একদিন শিল্পাচার্যের সৃষ্টি হয় আমি আশ্চর্য হবো না!
.
কারণ সেখানে একজন খুব সুন্দর করে কয়েকটা তেলপোকা এঁকে রেখেছিলো ৷
.
যে মানুষ ঘামে ভিজে নাই সে কখনো একজন রিক্সা চালকের টুপ টুপ করে পরতে থাকে ঘামের মর্যাদা দিতে সেভাবে শিখবে না ৷
.
পাবলিকের টাকায় পড়াশুনা করানো বিশ্ববিদ্যালয়গুলো এভাবে পাবলিকের কষ্টের চাপ থাকা উচিত, অপ্রয়োজনে এখানে এক টাকা ব্যবহার করলে আগে ভাবতে হবে কোন ট্যাক্স দেওয়া দিনমজুর আজ একবেলা না খেয়ে ছিলো তবুও তার গতর খাটা অবদান এখানে রয়েছে/
.
রাস্তার আলোয় পড়ে সৃষ্টি হয়েছিলেন একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্বি এভাবেও হওয়া যায় ৷
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে মেধা তালিতায় স্থান করে নেওয়া তানিয়া বাড়িতেও বিদ্যুৎ ছিলো না, তবে পাশে ছিলো লাইট পোস্ট,
.
সুচিত্রাদের কথা মনে আছে? ছোট্ট শিশুর ল্যাম্পপোস্টের আলোয় পড়ার একটি ছবি ভাইরালের গল্প?
.
জ্বি ভাই, এটাই আমার বাংলাদেশ! এখান থেকে এভাবেই একজন জামান নজরুল ইসলামরা সৃষ্টি হয়, রাখেন আপনার বাথরুম ৷ প্রদীপ নিভে গেলে অন্ধকারে বিড়বিড় করা ছাত্রগুলোর গল্পই একটি বাংলাদেশ ৷
.
এই দেশে চায়ের দোকান থেকে একজন জাতীয় কবি নজরুল সৃষ্টি হয়, কেবলি নজরুইল্লাগুলো মিঃ নজরুল হওয়ার গল্প এখানে হাজার হাজার,
.
যে শ্লার পুত বলে, ভাইবা দিতে গিয়ে তার সব ড্রেসআপ নিজের ছিলো সে পাবলিকিয়ান্ না! ঘাপলা আছে ৷
.
পিছনে নাই শব্দটা একদিন আমাদের গর্বের কারণ হয়ে যায়, থাকলেতো সব কিছু আছে, কি দরকার আর?
.
জীবনে কিচ্ছু থাকবে না, ওখানে থেকেই উঠে দাঁড়াতে হবে ৷ কিচ্ছু নেই তবুও বাথরুম সেরে অাসতেই হবে ৷ এখনো মনে আছে গফের দেওয়া রং তুলির রুমাল বাধ্য হয়ে টিস্যু বানিয়ে ওখানেই পেলে চলে এসেছি ৷ জীবন যখন যেমন ৷
.
একাত্তর সাল! যুদ্ধ চলছে ৷ নব্য মুক্তি যোদ্ধারা এসে বলতো, আমাদের তো অস্ত্র নাই ৷ তখন কেউ এগিয়ে এসে বলতো, 'ঠ্যাং নাই? ঠ্যাং! বাঙ্গালীর ঠ্যাং ই লাঠি' জ্বি এভাবেই মরি মরি করে যুদ্ধ জয়লাভ করার পর এই দেশটির জন্ম!
.
আমার বাংলার মানুষ খাইতে পাইতেছে না আর তোমরা এসি বাথরুম ... !!!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ রাত ৩:৩৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: যেসব পরিবারে স্বামী -স্ত্রী অথবা ভাই-বোনদের মধ্যে একজন পাবলিকিয়ান আরেকজন প্রাইভেটিয়ান তাদের মধ্যে বিবাদ লেগে গেলে তো এই মহামারীর সময়ে গৃহযুদ্ধ বেঁধে যাবে এই চিন্তা মাথা থেকে নামছেই না। B-)
গতকাল থেকে হঠাৎ কী নিয়ে এমন লেগে গেল ? শুধু পক্ষে -বিপক্ষে লিখা দেখতেছি কিন্তু দ্বন্দ্বের কারণটাই জানা হলোনা।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:০৪

আবদুর রব শরীফ বলেছেন: টয়লেটে এসি আছে আর এসি নাই ৷

২| ১৮ ই মে, ২০২০ ভোর ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: মরি মরি যুদ্ধ করি দেশ পেয়েছি । বাংলার মানুষ আগের হতে ভালো আছে

১৮ ই মে, ২০২০ সকাল ১০:০৫

আবদুর রব শরীফ বলেছেন: আমার মনে হয় না ভালো আছে, ভালো থাকে ৷

৩| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: গন টয়লেট গুলোতে বেশির ভাগ সময়ই নোংরা কথা লেখা থাকে।

১৮ ই মে, ২০২০ দুপুর ১২:১৯

আবদুর রব শরীফ বলেছেন: তা একদম ঠিক ৷

৪| ১৮ ই মে, ২০২০ রাত ৮:৩৮

সোহানী বলেছেন: পাবলিক আর প্রাইভেট এর বাথরুমের এসি থেকেও যেটা বেশী প্রকট তা হলো চাকুরীমুখী শিক্ষা। পাবলিক এ আমাদেরকে আইনাস্টাইন বানানোর চেস্টা করে আর প্রাইভেট এ পোলাপানদেরকে বস বানানোর চেস্টা করে। তাই আমরা আইনাস্টাইন না হয়ে হই কেরানী আর ওরা ঠিকই হয় বস!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.