নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওরে ভাতপার্

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮

ডন ওয়ান, টু, থ্রি, বস্, দাবাং, তুফান দিয়ে যুদ্ধ জয় করা যায় না ৷ গেলে এতোক্ষণে ভারত চীনকে কয়েকবার ডিসুম ডিসুম করে দিয়ে আসতো ৷
.
ভারত ভালো করে জানে এটা বাংলাদেশের সীমান্ত না যে পুশ করে দিলে টুস্ হয়ে যাবে ৷ জীবন যুদ্ধে রজনীকান্তও ফেইল্ ৷
.
জীবন আর মুভী কিংবা কল্পনার রং অনেক আলাদা ৷ ওখানে লাইট ক্যামেরা অ্যাকশন মেকাপ টেকাপ থাকে না ৷ জীবনের রোমান্টিকতার ধরণও আলাদা ৷ এতো রং বেরং নেই ৷
.
দুটি মানুষ খুব সহজে প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন যুগ পার করে হাতে হাত রেখে ৷ সকালে বউকে ময়ুরীর মতো লাগলেও বিকেলে ঐশ্বরিয়া ৷ প্রিয়া কখনো ঘামে ভেজা তেল চিটচিটে ব্রণসাথে করে চোখ ফুলা হয়ে থাকে তবুও ভালবাসতে হয় ৷ হবে ৷
.
জীবনের প্রতিটা দিন হিরো সেজে থাকা কখনো সম্ভব নয় ৷ কখনো বালিশের খোঁজ না পেলে হাব্বির উঁচা পেট ই ভরসা কিংবা...!
.
জীবনের জয় পরাজয়ও ফিল্মের মতো হয় না ৷ সেখানে তেল নুন লাকড়ি না থাকলে প্রিয়া গোলাপের বদল এক প্রকার ঝাঁটা নিয়ে তেড়ে আসার উপক্রম হয় ৷ তবুও সেখানে ভালবাসা খেলা করে ৷
.
স্ক্রিপ্ট দিয়ে ইচ্ছে হলো যুদ্ধ জয় লাভ করাবো বাস্তব জীবনে তা হয় না বরং জীবন যুদ্ধ সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে জয়লাভ করতে হয় ৷ নিয়তির হাতে অনেক খেইল থাকে ৷
.
জীবন 'আজ যদি তোর বাবা বেঁচে থাকতো' টাইপ অতো সহজ নয় ৷
.
অথবা সকালে রিক্সা নিয়ে বের হয়ে রাতে উড়োজাহাজ নিয়ে ফিরবেন এমনও না ৷
.
নতুবা, শাবানার সেলাই মেশিন থেকে রাতারাতি চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে যাবেন জীবন অতো সোজাও না ৷
.
এখানে বুকে ধাক্কা লেগে বই পরে গেলে তুলে দিলেও যে প্রেম হবে তেমনও নয় ৷
.
জীবন তারচেয়ে অনেক বেশী কাটখোট্টা ৷
.
ফিল্মের মতো জীবনের প্রতিটা দিন এতোটা মন মতো ও হয় না ৷ এখানে প্রতিটা বেলার রান্নার জন্যও টেনশন নিতে হয় ৷ চক্ কষতে হয় ৷ সেক্রিপাইস সাথে নিয়ে এগুতে হয় ৷
.
মাঝে মাঝে অন্যের সুখের মাঝে নিজের সুখের খোঁজ করা ই জীবন ৷ জীবন মানে ডায়লগ কিংবা পাঞ্চ লাইন না ৷ করে দেখানোর একটা বিষয় ৷
.
জীবন গল্পের মতো ও না ৷ গল্পের চেয়ে আরো অনেক বড় কিছু ৷ প্রত্যেকটা মানুষের জীবন হলো সাহিত্যেরও বাপ ৷ জীবন্ত চলমান পাঠ্যশালা ৷
.
উপন্যাসের দুঃখের মধ্যে বেদনার আনন্দ অশ্রু থাকে জীবনের দুক্কে যা থাকে তা হলো কেবলি হাহাকার ৷ উপভোগের সুযোগ নেই ৷ চোখের নোনাজল সেখানে কেবলি বহমান এক সমুদ্রে সাতার না জানা অসহায় মানুষটির মতো নির্দয় ৷
.
বাস্তবতায় আপনি বাংলাদেশ হলে ভারত আপনাকে সবসময় হুমকি ধমকি চোখ রাঙ্গানোর উপর রাখবে আর যদি চীনের মতো হন্ তাহলে' মিঁউ, মিঁউ' করবে ৷ শাহরুখ সালমান অক্ষয় অমিতাভ সবাই সীমান্তের বদলে পথ ভুলে বলিউডে চলে যাবে যুদ্ধ করার জন্য ৷
.
আর যদি চীনের জায়গায় বাংলাদেশ হয় ওম্মারেম্মা ৷ বেয়ানট দিয়ে খুঁচিয়ে ফেলানীর মতো কাঁটা তারে ঝুলিয়ে বিচি ঝোলা করে রাখবে ৷ মারেম্মা! ওম্মারেম্মা ৷ ওরে ভাতপার্ ৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: জীবন টাকে আসলে নিজের মনের মতোণ করে সাজিয়ে নিতে হয়।

২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

মুজিব রহমান বলেছেন: সিনেমার যুদ্ধও মজার, কল্যাণকর আর বাস্তবের যুদ্ধ খুবই ধ্বংসাত্মক। যুদ্ধ দূরে থাকুক।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ৮:৫৬

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: জীবন ছোটবেলাতেই সুন্দর, মোহময়। বয়স যত বাড়বে জীবন সবার জন্য ততই কঠিন হবে।

৪| ২১ শে জুন, ২০২০ রাত ১২:২১

নেওয়াজ আলি বলেছেন: জীবন ফুলসজ্জ্যা নয় । সবাই জানি।

৫| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ওরে বাটপার!!!!
তোর জারিজুড়ি সব শেস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.