নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, হাসি প্রতিযোগিতা

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩১

উপস্থিত দর্শকদের মধ্য থেকে সাংস্কৃতিক পোগ্রামের আয়োজন করা হলো ৷ যার মুখে মাইক্রোফোন দেওয়া হয় সে ই হাসে ৷ মুখ লুকিয়ে থাকে ৷ এতগুলো পুরস্কার কেউ দুইটা চিৎকার করলেও প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থাকবে নিশ্চিত ৷ কিন্তু সবাই খালি হাসে ৷
.
ঘোষণা দেওয়া হলো এলাকার দাদী এখন কিছু বলবেন কিংবা করবেন ৷ কবিতা গল্প নাচ গান যা ইচ্ছে ৷ তারের লতা যতটুকু তিনি তার বাহিরে পালিয়ে গিয়ে ফোকলা দাঁত কেলাচ্ছেন ৷
.
চাচাকে দুইজন কোমর বেঁধে ধরে রেখেছে ৷ লুঙ্গী ঢিলা হয়ে গেছে তার ৷ কিন্তু ভাতিজারা ছাড়ার পাত্র না ৷ কিছু একটা বলতেই হবে ৷ তিনিও হোহো করে হাসতেছেন ৷ সুযোগ পেয়ে ভোঁ দৌড় ৷
.
কেউ কিছু করুক কিংবা না বলুক ৷ সবাই খালি হাসে ৷ ছোট্ট ভাতিজা নাকি ভালো 'খায় খায়' কবিতা আবৃত্তি করে ৷ তারে ধরে নিয়ে কোলে করে মুখের সামনে মাইক্রোফোন দিলে সে ও হাসে ৷
.
এলাকায় বাতাবী লেবুর পাশাপাশি হাসিরও মনে হয় বাম্পার ফলন হয়েছে ৷
.
মাইক্রোফোন ভালো করে চেক্ করে দেখলাম ৷ কোন ছিদ্র টিদ্র আছে কি না ৷ যেটা দিয়ে লাফিং গ্যাস বের হয় ৷ মাইক্রোফোনের সাথে যে লোকটা আসছে তারে ধরে নিয়ে আসা হলো ৷ গ্যাস ট্যাস বের হচ্ছে কি না দেখতে ৷ সে ও হাসছে ৷ তার প্রশ্ন, লাফিং গ্যাস কি ভাই! আমি তো জানি সিলিন্ডারে আর পেটে গ্যাস থাকে ৷ মাইক্রোফোনে না ৷
.
কাকতালীয়ভাবে এক মেয়ের নাম হাসি বেগম ৷ এখন আপনাদের সামনে হাসি কিছু বলবেন ৷ সে তার নাম শুনেই হাসে ৷
.
এলাকার নাম দিলাম হাসিখুশি গ্রাম ৷ তারপর সাংস্কৃতিক পোগ্রামের রূপ পাল্টানো হলো ৷ যার চেয়ে যে বেশী সুন্দর করে হাসতে পারবে সে প্রথম, এভাবে দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হবে ৷
.
ডিক্লার করা হয়ে গেলো ৷ হাসতে হবে প্রচুর ৷ সেই দাদার কাছে আবারো মাইক্রোফোন এগিয়ে দেওয়া হলো ৷ দাদা এখন আর হাসে না ৷ দাদু একটু হাসেন? আমি হাসিনা ৷ দূর দাদা উনি তো আমাদের প্রধানমন্ত্রী ৷ আপনি কেনো মাননীয় হতে যাবেন ৷ তবুও হাসে না ৷
.
পরে আরেক চাচার কাছে নিয়ে যাওয়া হলো ৷ সে এমনভাবে দাঁত মুখ খিঁচে রেখেছে একজন বললো কারেন্ট মেরামতের প্লাস নিয়ে আয় দ্রুত ৷ নাহলে খুলবে না ৷
.
দাদা দাদী ভাতিজা কেউ আর হাসে না ৷ হাসি দিয়ে পুরস্কার জিতুন ৷ মাত্র একটি হাসি দিয়ে একটা হটস্ পট্ ৷ তবুও কাজ হচ্ছে না ৷
.
একজন বললো ভাই বাসা থেকে সবাইকে ক্লোজআপ দিয়ে দাঁত মেঝে আসতে বলেন ৷ তাহলে হয়তো সতেজ হাসি ফিরে আসবে ৷ পাশ থেকে আরেকজন বললো, আমরা পেপসোডেন্ট পাবলিক ৷
.
তারও পাশ থেকে একজন ভাই দাঁত মেঝে আসলে তো হবে না ৷ ওরা তো ফোনের কাছেই আসে না ৷ মাঝখান থেকে একজন, দূর্ বেটা! এন্ড্রোয়েডফোন না, মাইক্রোফোন ৷ ওটা কে ও ক্লোজআপ দিয়ে ব্রাশ করতে হবে ৷ তারপর কাছে এসো ৷ কাছে এএসোনা! কাজ হতে পারে ৷
.
বিটলা সঞ্চালকটা শুরু করে দিয়েছে, 'মোরা একটা মুখের হাসির জন্য মাইক্রোফোন ধরি' অতপর 'হাসি আমার জানেরই জান, পরাণের পরাণ' ওদিকে হাসি বেগমও হাসছে মিটিমিটি ৷ তারউপ্রে এলাকাবাসী দর্শক থেকে স্লোগান উঠলো, আমরা হাসিনা! আমরা হাসবোনা! হাসিনা! হাসবো না! একটু পর, নৌকা! নৌকা! জিতবে এবার নৌকা! জিতবে এবার? নৌকা!
.
ওম্মারে মা! সবাই হাসতেছে ৷ মাত্র তিনটা পুরস্কার কারে রেখে কারে দিমু!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: হাঃ হাঃ হাঃ । মজা ।

২| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: মানুষ হাসুক। এটাই আমি চাই। দুঃখ ছাপিয়ে তারা হাসতে শিখুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.