নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ডেথ ইন আগস্ট

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২১

ইংরেজীতে গ্রেট, বেস্ট এবং আগস্ট তিনটি শব্দের একটি অর্থ তা হলো মহান কিংবা 'সমীহ জাগানো ৷'
.
আগস্ট মহান নেতাদের স্মৃতিভারাতুর মাস,
.
ইতালীয়ান লেখক মার্কো ভিঞ্চিক 'ডেথ ইন আগস্ট' বইটি হয়তো এই কারণে রোমাঞ্চকর ৷
.
আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিলো সেদিক থেকেও মাসটি স্মরণীয় ৷
.
এই আগস্ট মাসে আমরা হারিয়েছিলাম বঙ্গবন্ধুর মতো সর্বকালের সেরা নেতা ৷
.
এই দিনের আগে আমাদের একজন বঙ্গবন্ধু আছে কথাটি দিন শেষে 'আমাদের একজন বঙ্গবন্ধু ছিলো'তে পরিণত হয়েছে ৷
.
এই মুহূর্তে আমাদের মাথায় সবার আগে ঢুকাতে হবে 'বঙ্গবন্ধু কোন একক দলের সম্পত্তি নয়' বরং সবার ৷
.
স্বাধীনতার পরের বঙ্গবন্ধুকে নিয়ে যে তর্ক তা প্রেক্ষাপটের কারণ বঙ্গবন্ধুকে ঘিরে চলছিলো একের পর এক ষড়যন্ত্র ৷
.
পক্ষের বিপক্ষের সব শত্রুদের তখন একটা ই লক্ষ্য ছিলো বঙ্গবন্ধুকে দাবানো না গেলে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না,
.
সেদিন বড় আক্ষেপ করে বলেছিলেন, 'দেশ স্বাধীন করে অন্যেরা পায় তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি ৷'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: "আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি জনগণের অধিকার চাই।"
"কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও তা মেনে নেব।"
--- তাঁর প্রদীপ্ত কণ্ঠের মহান বাণীসহ এই শোকদিবসে তাঁকে স্মরণ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.