নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধ হয়ে দেখেছি

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯

সেদিন শুনলাম আল্লাহর সাথে কারো তুলনা করা ছাড়া আর যে কোন গুনাহ তা পাহাড়সম হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ ক্ষমা করে দেন্ ৷
.
হ্যালো তসলিমা নাসরিন, সব কিছু নিয়ে এতো নাচানাচি করা ঠিক না ৷ আল্লামা শফী হুজুরকে তেঁতুল হুজুর যারা বলেছে তারা ই তার জানাজায় হুমড়ি খেয়ে পড়েছে ৷
.
যে মাদ্রাসায় সকালে শফি হুজুরের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে শহর থেকে সেখানে যেতে একটা নন্দীর হাট পড়ে ৷ পাশেই মন্দির ৷ আমি এক ঘন্টা জ্যামে বসে আছি আমার পাশে একজন হিন্দু লোক বসা ৷ সে ও হুজুরের প্রতি মানুষের ভালবাসা দেখে হতবিহবল হয়ে বারবার জিজ্ঞেস করছে, কেমন আলেম মানুষ ছিলো কে জানে!
.
খোদার কসম, সকালে হাজার হাজার প্রাইভেট গাড়ি যখন হাটহাজারীর দিকে ছুটে চলছিলো মনে হচ্ছিলো এরা তো সবাই আধুনিক লোক ৷ তাদের গাড়ি বাড়ি ধন সম্পত্তি সামাজিক মর্যাদা সব ই থাকার পরও হুজুরের প্রতি ভালবাসাও কমতি নেই ৷
.
মাইলের পর মাইল হেঁটে সব ভেদাভেদ ভুলে মাত্র একটি বার দেখা কিংবা শেষ বিদায়ের স্বপ্ন বুকে লালন করে ছুটে চলছে হাজার লক্ষ মানুষ ৷ হ্যালো তসলিমা আপনি কি মনে করেন, এরা সবাই গাধা ঘোড়া?
.
আমার লক্ষ বোন আছে যারা তসলিমার চুলকানির প্রতি বিরক্ত ৷ তারা বোরকার ভিতর শান্তি এবং নিরাপত্তা খুঁজে পেয়েছে ৷ আপনি তাদের স্বাধীনতা কিংবা ভালো লাগার টুঁটি টিপে ধরতে পারেন না ৷
.
আমি আপনি মরলে কয়জন মানুষ জীবন বাজী রেখে শেষ বিদায় দেওয়ার জন্য ছুটে আসবে? আমি আল্লামা শফীর প্রতি মানুষের ভালবাসার পরীক্ষা দেখে মুগ্ধ হয়েছি ৷ শুধু তা না চোখে জল এসেছে ৷ ভাইয়ের প্রতি লক্ষ ভাইয়ের টান আমাকে নতুন করে ভাবিয়েছি ৷ বুঝতে পেরেছি ইসলাম ই ভালবাসার বন্ধন অটুট করে ধরে রাখার একমাত্র ধর্ম ৷ আমি গর্ব করে আজ বলতে চাই, আমি মুসলিম ৷
.
জীবিত অবস্থায় যারা শফী সাহেবের সমালোচনা করেছে তাদেরও হুজুরের মৃত্যুর পর ভাইহারা মনোভাব দেখেছি ৷ এটাই ইসলামের সৌন্দর্য ৷
.
আমি ঘন্টা খানেক জ্যামে বসে থাকার পর লেখাটি শুরু করেছি ৷ আর পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদের মুখে ক্লান্তি সুস্পষ্ট দেখলেও মনে প্রশান্তির ভাব লক্ষ্য করছি ৷ এমন যানজটে আমি আরো কয়েক ঘন্টা বসে থেকে জীবনের সেরা দৃশ্যগুলো মানসপটে লিপিবদ্ধ করতে চাই ৷
.
ইসলামের পথে থাকলে আল্লাহ একজন মানুষকে কিভাবে এতো সম্মানিত করে তার সামালোচনা আলোচনা সত্ত্বেও তা আমার ভিতরের বিশ্বাসকে মুহূর্তে হীরের ন্যায় মজবুত করার জন্য যথেষ্ট ৷
.
হাজার তসলিমা নাসরিনের মতো মানুষও যদি ইসলামের বিরুদ্ধে উসকানি চুলকানি দেয় তবুও এই বিশ্বাসের ভাঙ্গন ধরানো তাদের সাধ্যাতীত ৷
.
কোন মানুষ ই ভুল ত্রুটির উর্ধ্বে না ৷ শুনেছি মহানবী সঃ একজন ইহুদির মৃত্যু দেখেও মন খারাপ করেছিলেন ৷ ইসলামের সাথে কারো শত্রুতা নেই ৷ আমাদের লক্ষ্য কেবলি আল্লাহর সন্তুষ্টি ৷

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৃত ব্যক্তির সমালোচনা নয় উত্তমভাবে স্মরণ করা ইসলামের শিক্ষা।
উম্মুল মুমেনীন হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা
মৃতদেরকে গালমন্দ করবে না, কারণ তারা যে কর্ম করেছিল সেগুলোর কাছে
তারা পৌঁছে গেছে। [বুখারী শরীফ]

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: ামাদের দেশের মানুষ জানাজা পড়তে পছন্দ করে।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৮

পাজী-পোলা বলেছেন: শফি কি পীর ছিল, আচ্ছা ইসলাম ধর্ম পীরদের সম্পর্কে কি বলে, কোরআনে কোথায় কবে কোন নবী পীরের দরবারে গিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.