নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, কানাঘুষা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

একলোক কাউকে কানেকানে কথা বলতে দেখলে সন্দেহ করে আর ভাবে তাকে নিয়ে মনে হয় কোন কথা বলছে ৷ নিশ্চিত তার নামে নিন্দা চলছে!
.
আফছার সাহেব মজা নেওয়ার জন্য অফিসে তাকে ঢুকতে দেখলেই পাশে যে কেউ থাকলে এমনি এমনি তার কানের দিকে মুখ নিয়ে যায় ৷ সে ও ভাবে নিশ্চিত তার নামে কোন কানাঘুষা শুরু হয়েছে ৷
.
আফছার সাহেব কি বলছে সেটা বের করার জন্য অতপর সে উঠে পরে লাগে ৷ যাকে দূর থেকে কানেকানে কথা বলেছে দেখেছে তার থেকে কথা বের করার জন্য তাকে পকেটের টাকা দিয়ে নাস্তাও করায় ৷ সে নাস্তা খেয়ে বলে, 'বলেছে আরকি কিছু একটা অন্যদিন বলবো ৷' কিন্তু কি বলেছে না বলেছে তা আর বলেনা ৷
.
একদিন দূর থেকে সে আসছে ৷ তাকে দূর থেকে দেখে আফছার সাহেব অপরিচিত এক লোকের কানের কাছে গিয়ে বললো, 'ভাই একটা কথা আছে ৷' সে বললো, কি কথা ৷ 'বলবো আরকি কিছু একটা ৷' কি বলবেন? 'আজকে না অন্যদিন বলবো ৷'
.
সন্দেহবাতিক ভদ্রলোক অপরিচিত ব্যক্তির সাথে খাতির জমিয়ে জিজ্ঞেস করলো, আফছার সাহেব আপনাকে আমার নামে কানেকানে ফিসফিস করে কি বলেছিলো? ভদ্রলোক সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বললো, 'বলেছে আরকি কিছু একটা অন্যদিন বলবো ৷' সে ধরে নিয়েছে, বলে আবার তাকে না বলতে মানা করে দিয়েছে ৷
.
একদিন ওনাকে অফিসে ঢুকতে দেখে আফছার সাহেব অফিসের বসের কানের কাছে মুখ নিয়ে বলা শুরু করলো, 'স্যার একটা কথা আছে ৷' স্যার বললো, কি কথা? আব্বু বললো, 'অন্য এক সময় বলবো ৷'
.
ভদ্রলোক গেছে স্যারকে নালিশ দেওয়ার জন্য ৷ আফছার সাহেব দূর থেকে তাকে দেখলেই নাকি কানাঘুষা করে বদনাম করে ৷ আজ আমি স্বচক্ষে দেখলাম, আপনাকেও আমার নামে মনে হয় কিছু একটা বলছে ৷ আপনি আমার স্যার মানুষ ৷ আপনি ই বলেন, সে আমার নামে আপনার সাথে কি বলেছে? তখন স্যার বললো, 'বলেছে কিছু একটা, অন্য এক সময় বলবো ৷'
.
বেচারা তো মহাবিপদে পড়েছে ৷ তার বদ্ধমূল ধারণা হয়ে গেছে, বলে আবার তাকে যাতে কোন ভাবেই না বলে তাই মানাও করে দিচ্ছে ৷ তবে সে ও নাছোড়বান্দা ৷
.
একদিন আফছার সাহেব সন্দেহবাতিক ভদ্রলোককে ডেকে বললো, যাদের জিজ্ঞেস করো, তারা তোমাকে বলে না কানে কানে আমি কি বলি? তখন ভদ্রলোক বলে, 'একশবার বলে ৷ আপনি আমার নামে কি কি বলেন সব ই বলে ৷ তবে আপনাকে বলবো না তারা কি বলে ৷'
.
এরপর বলবো বলবো করে তার থেকে রোজ নাস্তা করা ভদ্রলোককে আফছার সাহেব জিজ্ঞেস করলো, কি বেপার কলিম সাহেব, কানে কানে কি বলি তাকে বলেন না কেনো? তখন ভদ্রলোক আফছার সাহেবের কানেকানে বলা কথাটি তাকে ই শুনিয়ে বললো, 'অন্য এক সময় বলবো ৷' তিনি কৌতূহল হয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনিও আমার মতো অন্য একসময় বলে তাকে গোলক ধাঁধার মধ্যে রাখেন কেনো? তখন সে উত্তর দিলো, 'আপনি যে আসলে আমাকে কানেকানে কিছুই বলেন না তা তাকে বলে দিলে আমাকে প্রতিদিন সে কি আর নাস্তা খাওয়াবে ?'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০

মনিরা সুলতানা বলেছেন: =p~

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

মো: মঞ্জুরুল ইসলাম বলেছেন: Straight from the land of Nizams, Mutton Biryani may be a regal dish that doesn't need any special mention or patronage. This dish is formed in two styles, one is Kacche Gosht Ki Biryani and therefore the other is Pakke Gosht Ki Biryani.

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: চট্রগ্রামের লোকজন মাস্ক কেমন পড়ছে? ঢাকায় অর্ধেকের বেশি লোক মাস্ক পড়ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.