নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ও আমার বন্ধু গো

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

স্কুল জীবনে শত শত ছেলে মেয়ে দেখেছি যারা ক্লাশে প্ৰথম, দ্বিতীয় কিংবা তৃতীয় ছিলো তবুও আড্ডায় সবাইকে জমিয়ে রাখা ছেলেটির পজিশন মনে নেই কিন্তু স্মৃতির কোটায় সে অন্যরকমভাবে জ্বলজ্বল করে ৷
.
কলেজ জীবনেও অনেক মেধাবীর সন্ধান পেয়েছিলাম কিন্তু দিনশেষে স্মৃতি কিংবা আবেগ জুড়ে যে বন্ধুগুলোকে খুব মনে পরে চিন্তা করে দেখলাম তাদের কারো ঝুলিতেও এ+ নেই!
.
চবি অর্থনীতিতে ভর্তি হওয়ার পর সেকেন্ড ইয়ারে দুইটা সাপ্লি খেয়ে মন খারাপ করে চলে আসার সময় এক বন্ধু বলেছিলো 'দোস্ত আজ আমার সাথে থাক্ একা থাকলে তোর মন আরো খারাপ হবে' দিনশেষে এমন বন্ধুরা ই স্মৃতির মানসপটে জ্বলজ্বল করছে ৷
.
হ্যালো বন্ধু, তুমি প্রথম হয়েছো তাতে আমার কিছু আসে যায় না ৷ তোমার সাথে আমার কতটুকু আবেগের স্মৃতি সেটা মূল কথা ৷
.
একটা জিনিস মনে রেখো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতে দেশে ১ লক্ষ ৩৩ হাজার ৯০১ টি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই হিসেবে সাড়ে ছয় লক্ষ ছাত্র কিংবা ছাত্রী আছে যাদের রোল নং এক ৷
.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুসারে ২৫২২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আরো কয়েক লক্ষ ছাত্র আছে যাদের রোল নং এক ৷ আই ডোন্ট কেয়ার ৷ আমার ক্লাশের শেষের সারির বন্ধুটি আমার হৃদয় কেড়েছে ৷ আমার মনে সে ই সেরা ৷ নাম্বার ওয়ান ৷
.
৩৭টি পাবলিক ও ৯২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্লাশে কি একজন করে প্রথম নেই? আছে ৷ তাতে আমার কি ৷ আমি আমার ফেইল করা বন্ধুটিকে অফিসে বসে মিস্ করছি ৷ আজ সে পাশে থাকলে হয়তো কর্পোরেটের তিতা চাকরিও মধুরমতো মনে হতো ৷
.
এমারসন ঠিকি বলেছিলেন প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব ৷
.
আজ বুঝি উইলিয়াম শেক্সপিয়র কেনো বলেছিলেন, আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না ৷
.
অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী কি এমনি এমনি বলে গিয়েছেন, আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব ৷
.
রবার্ট লুই স্টিভেন্সের সাথেও আজ একমত পোষণ করে বলতে হবে, কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে ৷
.
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম বন্ধু বিষয়ে সত্যি অসাধারণ বলেছিলেন, 'একটি ভালো বই একশ জন বন্ধুর সমান আর একটি ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান ৷'
.
ডেল কার্নেগীর রচনাসমগ্রে পড়েছিলাম,দীর্ঘ মেয়াদী বিনিয়োগ হলো মানুষের সাথে বন্ধুত্ব করা ৷
.
সত্যি বলতে জীবনে পাত্রী নির্বাচনের মতো বন্ধু নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয় ৷

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: সত্যিকার ভালো বন্ধু তো দেখি না।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বন্ধুত্ব নিয়ে কথাগুলো অসাধারণ। একজন ভালো বন্ধু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে; একজন খারাপ বন্ধ পারে জীবনকে ধ্বংস করে দিতে। এজন্য বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

সেনসেই বলেছেন: হককথা কইঞ্চেন সার।

হেকটি কথা হাচাই কন তো ভাইজান,

কেউ কি টাহা বিকাশ করচে? তই আমিও হাত পাতুম নে।

দস্তখত দিয়া গেলাম সার।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল বন্ধু এখন আর তেমন পাওয়া যায় না!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল বন্ধু নির্বাচন করা যায় না ভাল বন্ধু হয়ে যায়। আমার সকল বন্ধুই ভাল বন্ধু,কারন আমি তাদের কাছে কিছুই প্রত্যাশা করি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.