নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা তোমায়

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৬

আজিজ বোর্ডিংয়ের ভবঘুরে ছেলেটা পড়াশুনায় মনোযোগ কম থাকায় যাকে বাবা তার ঘর থেকে বের করে দিয়েছিলেন সেই ছেলেটা একদিন 'বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়' গানে বাংলাদেশ মাতিয়েছিলো ততদিন জেমসের বাবা ইহলোক ত্যাগ করেছেন ৷
.
তাদের ভালবাসার গল্পগুলো বড্ড বেপোরোয়া! ফেরারী পাখিরা নীড়ে ফেরে না টাইপের ৷
.
চায়ের দোকানে টুং টাং করে গিটার বাজাতে দেখা একটি ছেলে আইয়ুব বাচ্চুকে জেমস যখন গিটার বাজাতে দেখেছিলেন তখনি বুঝেছিলেন ছেলেটার মধ্যে কিছু একটা আছে ৷ তাকে ডেকে নিয়ে আসলেন ফিলিংস ব্যান্ডে, সেই আইয়ুব বাচ্চুও রূপালী গিটারের টানে ঘর ছেড়েছিলেন, তারপরের ইতিহাস তো জানেন, একমাত্র মৃত্যু তাগে রূপালী গিটার ছাড়া করতে পেরেছিলো যা তার বাবাও পারেনি ৷
.
অতপর ঘর ছেড়ে পালিয়ে থাকা গল্পগুলোর শেষে অন্যরকম একদিনে, গুরু জেমসের জন্মদিনে প্রিন্স নামের এক ভক্ত ১২ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থের প্রায় পনের'শ পাউন্ডের একটি কেক বানিয়ে তা পিকআপ ভ্যানে করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন ৷ পালাবি কোথায়!
.
তার আগে সে বিভিন্ন স্থানে শুভ জন্মদিন গুরু জেমস বিলবোর্ড লাগিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ৷
.
গঠন করেছেন 'জেমস ফ্যান ক্লাবে' এবং তার সভাপতি হয়ে আগামী বছরগুলোতে পুরো দেশে এক কোটি গাছ লাগানোর স্বপ্ন তাদের ৷
.
এভাবে নিজের জীবন ছেড়ে অন্যেয জীবন পালিয়ে থাকে মানুষগুলো ৷ হৃদয় জয় করে ছিনিয়ে নেয় ৷ এমন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

আমি সাজিদ বলেছেন: জেমসকে জন্মদিনের শুভেচ্ছা। আমার প্রিয় গানটির কথা তুলে দিচ্ছি -

যে পথে পথিক নেই

বসে আছি সেই পথে

একা আমি একলা রাতে

শত শতাব্দী ধরে

চুপচাপ নিশ্চুপ চারিধার

বসে আছি এই আমি

একগ্লাস জোছনা আর

একগ্লাস অন্ধকার হাতে

২| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫

শোভন শামস বলেছেন: জেমসকে জন্মদিনের শুভেচ্ছা

৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: স্বিদ্ধার্থ গৌতম ঘর ছেড়ে গিয়ে বুদ্ধ হয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.