নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, বিয়ের আংটি

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

ভদ্রলোক বিয়ের আংটি আর আঙ্গুল থেকে কখনো খুলেনি ৷ বিয়ের আগে হ্যাংলা পাতলা ছিলো কিন্তু বিয়ের পর সে আগের চেয়ে মোটা হয়েছে কিন্তু বেচারা হাতের রিং তো আর মোটা হয়নি ৷ তবুও সে কোনভাবেই তা খুলবে না ৷
.
একদিন বউয়ের সাথে ঝগড়া হয়েছে ৷ মন খারাপ করে বসে আছে ৷ মজা করে বললাম, বিয়ের আংটি খুলে রেখে প্রতিবাদ করুন ৷ তবুও সে আঙ্গুল থেকে আংটি খুলেনি ৷
.
আরো একটু মোটা হওয়ার পর লক্ষ্য করলাম আংটির ভাঁজে অনেকটা রক্ত জমাট বেঁধে আছে ৷ বললাম, অন্তত এটা খুলে একটু বড় দেখে পরেন ৷ আরাম পাবেন ৷
.
মনে মনে ভদ্রলোকের বউয়ের প্রতি ভালবাসা দেখে মুগ্ধ হলাম ৷ বছর খানেক পর তাকে বললাম, আপনিই একমাত্র ৷ যে বউকে ভালবেসে শাদী মোবারকের স্মৃতি কখনো এক মুহূর্তের জন্য হলেও হাত ছাড়া করেনি ৷ সে মজা করে উত্তর দিলো, 'আমার সাথে আংটিরও যাবত জীবন দন্ড হয়েছে ৷'
.
বললাম, শুধু আংটির যাবত জীবন হয়েছে বললে ভুল হবে আপনারও আঙ্গুলীরও ফাঁসি হয়েছে ৷
.
আরেকদিন নন্দী সাহেব মন খারাপ করে বসে আছে ৷ অন্য হাতের দুই আঙ্গুল দিয়ে আংটি ঘুরাচ্ছে ৷ এই তো সুযোগ ৷ খুলে ফেলুন ৷ কিন্তু না সে খুলবেই না ৷ অতপর বললাম, আচ্ছা ভাই দেখতে দেখতে কয়েক বছর চলে গেলো কিন্তু এতো ফুসলিয়েও আপনার হাতের আংটি খোলাতে পারলাম না কেনো? ভাবী কি কোন মন্ত্র পাঠ করে পরিয়ে দিয়েছে নাকি!
.
সে বললো, 'আরে না ভাই, আংটি খুললে বউ সন্দেহ করতে পারে অন্য কোন মেয়ের সাথে লাইন টাইন মারতেছি কিনা! আংটি হলো বিশ্বাসের প্রতীক ৷ রোজ তাকে দেখিয়ে বলি, এই বাঁধন কখনো ছিঁড়বে না ৷'
.
অন্যরকম দৃষ্টিতে তার আঙ্গুলের দিকে তাকালাম ৷ মুখ ফসকে বেরিয়ে এলো, মাঝে মাঝে বাঁধন ছেঁড়ে দিতে হয় না হলে আঙ্গুলটি মারা যাবে ৷
.
শেষ যখন দেখা হয়েছে, তার তিন আঙ্গুলে তিনটা আংটি ৷ এখন আমার ই তাকে দেখে সন্দেহ হচ্ছে ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৬

অধীতি বলেছেন: হা হা হা।অসাধারণ, ওনার বিবিগণের সংখ্যাও কি বেড়েছে নাকি?

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪২

আবদুর রব শরীফ বলেছেন: একদম ৷

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যি কথা বললে মা্ইন্ড করবেন না প্লিজ!
আপনার রম্য পড়ে বুঝতে পারিনা তাই মজা্ও
পাইনা। আরো একটু মনোযোগী হোন
গেছোদাদার মতো।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: লিখতে লিখতে হয়তো একদিন মন জয় করে নেওয়াও শিখে যাবো ৷ ততদিন পাশে থাকুন ৷

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: শিরোনামে রম্য না লিখলে সমস্যা কি?

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: শুরুতে রম্য লিখলে ভালো লাগে ৷ কারণ ব্লগে তো নির্দিষ্ট রম্য পাতা নেই ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.