নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি গর্বিত আমার ধর্ম শান্তির ধর্ম ৷

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

তৎকালীন মহানবী (সঃ) যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন কাফেররা নানা রকমভাবে প্রিয় নবীকে অবজ্ঞা করা শুরু করেছিলো ৷ মাঝে মাঝে এমন কষ্ট দিতো কিংবা কথা বলতো তা শুনে মোহাম্মদ (সঃ) এর খুব মন খারাপ হতো ৷ তখন আল্লাহ ওহী নাজিল করে বললেন, হে নবী মন খারাপ করো না ৷ তুমি তো কেবলমাত্র সতর্ককারী ৷ হেদায়তের মালিক নও ৷ হেদায়তের মালিক একমাত্র আল্লাহ ৷
.
আল্লাহ না চাইলে নবীও হেদায়ত দান করতে পারতেন না ৷ তবে অনেক নবী নির্দিষ্ট ভাই কিংবা প্রিয়জন উম্মতদের হেদায়তের জন্য দোআ করেছেন ইসলাম প্রচার সহজ করার জন্য ৷ আল্লাহ তা কবুল করেছিলেন ৷
.
আমি আপনি নাস্তিক মুরতাদ কাফেরদের যত ইসলামের দাওয়াত দিই না কেনো সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ যদি না চান তাহলে সে কখনো আলোর পথের দিশা পাবে না ৷ আপনি যা করতে পারেন তা হলো তাদের কাছে সতর্কবাণী কিংবা দাওয়াত পৌঁছে দেওয়া ৷
.
আল্লাহ নিজেই বারবার বলেছেন, তাদের কান তালাবদ্ধ করে দেওয়া হয়েছে যারা কানে শুনেনা তাদের মতো করে ৷
সুতরাং নাস্তিকদের কি আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন? পারবেন না ৷ আল্লাহর কাছে তার হেদায়ত চেয়ে দোআ করতে হবে ৷ আল্লাহর কাছে বলতে হবে, মানুষগুলোকে হেদায়ত দাও ৷ বুঝার তৌফিক দান করো ৷ আমীন ৷
.
নূহ আঃ কে আল্লাহ নৌকা বানানোর আগে বলেই দিয়েছেন আর কেউ হেদায়তের পথে আসবে না তুমি বরং যারা ইমান এনেছে তাদের নিয়ে নৌকায় আরোহন করো ৷
.
আমাদের বর্তমান সমাজে অনেককে দেখি নাস্তিক মুরতাদ কাফের কিংবা ইহুদিদের নিয়ে অনেক বেশী দুশ্চিন্তায় আছে ৷ আরে ভাই আল্লাহ না চাইলে আপনি মাথা ফাটাইলেও সে সত্যের সন্ধান লাভ করবে না ৷ বুঝেও না বুঝার ভান করে উল্টো ষড়যন্ত্র করবে ৷
.
কোরআনে আল্লাহ তো ইঙ্গিত দিয়েছেন, ওরা সত্যকে বুঝে জেনেও অহংকার উদ্ধতবশত নিজের মাথাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে কখনো নত করে না ৷
.
এখন আপনি বলবেন, তাহলে তারা শাস্তি পাচ্ছে না কেনো ৷ ভাই কোরআনে বিষয়গুলো বারবার পরিষ্কার করে বলা হয়েছে ৷ তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সত্যের বিপক্ষে লেগে থাকার সুযোগ দেওয়া হয় ৷ যাতে তারা তাদের কৃতকর্মের ফল আরো বেশী বেশী ভোগ করতে পারে ৷
.
অনেক জাতি নবীদের অহংকার করে বলতো, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের জন্য আজাব নিয়ে এসো ৷ সঙ্গে সঙ্গে আজাব আসতো না ৷ নবী বরং তাদের কাছে সত্যের বাণী পৌঁছাতেন আর দোয়া করতেন যাতে তারা ফিরে আসে ৷ ঠিকি একটি নির্দিষ্ট সময়ের পর যখন আজাব নেমে আসলো মাটি এবং আসমান উভয় ফেটে তখন তাদের আর শোধরানোর সুযোগ দেওয়া হয়নি ৷
.
এই যে নির্দিষ্ট সময়টা দেওয়া হয় সেই সময়ের মধ্যে কেউ কেউ নবী রাসূলের দেখানো আল্লাহ পথে ফিরে আসে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সুসংবাদ ৷ সময় দেওয়া না হলে তারা তো ফিরে আসার সুযোগ পেতো না ৷ দেখেন, আল্লাহ কত দয়ালু ক্ষমাশীল ৷ তিনি শুধু যাচাই করেন, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ ৷ শ্রেষ্ঠদের জান্নাতে প্রেরণ করবেন আর বাকীদের দোযখে ৷
.
পুরো লেখাটা বিভিন্ন সময় শুনা কোরআনের বিভিন্ন সূরার আলোকে লেখা ৷ তবুও ভুল ত্রুটি হলে মাফ করবেন ৷ কোরআনকে আল্লাহ সহজ সরল সবলীল বোধগম্য করে মানব জাতির আশীর্বাদের জন্য প্রেরণ করেছেন যাতে মানুষ বুঝতে পারে ৷ সুতরাং সূরার বাংলা ইংরেজী উর্দু অর্থসহ ইউটিয়ুবে অসংখ্য ভিডিও পাবেন ৷ সত্য জানতে পারবেন ৷ সত্যের পথে থাকতে চাইলে, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে বলা হয়েছিলো ৷ অন্যের শুনা কথা না ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ্লেখায় ভুলভাল আছে কিনা জানি না। তবে মজা আছে।

২| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ধর্ম তো আপনি জন্মসূত্রে পেয়েছেন।
এখানে আপনার গর্বের কি হলো?

৩| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রম ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিক্যাল, রাজশাহী ইউনিভার্সিটি ও বুয়েট মোল্লা উৎপাদন করে।

৪| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

জগতারন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রম ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিক্যাল, রাজশাহী ইউনিভার্সিটি ও বুয়েট মোল্লা উৎপাদন করে।

সহমত!

৫| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি জীবনের বড় অংশ লিখে কাটাতে চেয়েছেন; ইহাই যদি আপনার লেখা হয়, লেখা শেষ হবে না, ইহার শুরুও নেই,শেষও নেই; কয়েক জীবন ধরে লিখতে পারবেন।

৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরান হাদিসের কোথায় আছে ইসলাম শান্তির ধর্ম।রেফারেন্স সহ দেখান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.