|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আবদুর রব শরীফ
আবদুর রব শরীফ
	‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
পহেলা বৈশাখে এক ধরণের সাংবাদিকের জন্ম হয়, আজ বাংলা কত সন? একটু অপেক্ষা করেন গুগুল করে দেখে আসি। সেখানে দেখলাম ১৪২৯ সাল চলতেছে। কোন কারণে যদি চুল ছিঁড়ে বলি ১৪২৮ সাল তাহলে তাদের চুলকানি শুরু হয়ে যাবে। আরে বেটা, পহেলা বৈশাখ ছাড়া আর কোন কাজে বাংলা সাল লাগে! একদিনের বাঙ্গালিয়ানা! 
. 
১৬ ই ডিসেম্বর আসলে আরেক ধরণের সাংবাদিকের জন্ম হয় যারা মাইক্রোফোন একটা এগিয়ে দিয়ে বলবে, আজ কোন দিবস? স্বাভাবিকভাবে বিজয় আর স্বাধীনতা দিবসে ছোটবেলায় আমিও গুলিয়ে ফেলতাম এখনো অনেকে গুলিয়ে ফেলে। ধরেন ৫০ জনকে জিজ্ঞেস করলো একজন বললো, ১৬ ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। তারপর এটা এমনভাবে প্রচার করবে যেনো বাঙ্গালী জাতি দিবস ভুলে গেছে। বাকী ৪৯ জন যে সঠিক উত্তর দিয়েছে সেটা ভুলেও প্রকাশ করবে না।
. 
ভাইরাল হওয়ার আশায় একদিন কোন এক পহেলা বৈশাখে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হতাশার চত্ত্বরে দাড়িয়ে জনৈক সাংবাদিককে ভুল উত্তর দিয়েছিলাম কিন্তু সাংঘাতিক প্রচার করলো সুন্দরী মেয়েটার ভুল উত্তর। বেপারটা যেনো এসএসসি পরীক্ষায় সব মেয়েরা ভুল উত্তর দিয়েও গোল্ডেন এ প্লাস অর্জন করলো আর সব ছেলেরা ফেইল। 
. 
তারপর শুরু হবে, একুশে ফেব্রুয়ারি বাংলায় কোন মাস। বলার সময় নিজেই বাংলা না বলে ইংরেজী বললো আর এখন আসছে অন্যদের কাছে জানতে। আরে ভাই, নিজেই তো আপনি গতকাল রাতে মুখস্ত করে আসছেন। 
. 
নিজেকে বাঙ্গালী দাবী করে একদিন লুঙ্গী পরিধান করে অফিসে যাইয়েন। ঠাডাইয়া বাহির করে দিবে। পাঞ্জাবী পইরা যাইয়েন, জঙ্গী বানিয়ে ছাড়বে। নিজের সংস্কৃতি নিয়ে আপনি নিজের দেশে বড়জোর একদিন ঠিকে থাকতে পারবেন। 
. 
বৈশাখের পরের দিন প্রেমিকাকে যদি বলেন, পানি ভাত খেয়ে আসছেন তাহলে আপনি ক্ষেত হয়ে যাবেন। আপনাকে লুচি রুটি পরোটা খেয়ে এসেছি বলতে হবে। 
. 
ঐ যে সাংবাদিক আপনাদের প্রশ্ন করে গেছিলো, কোন একদিন তাকে সামনে পেয়ে গেলে আজ জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ টাইপ প্রশ্ন করে বসবেন। যদি উত্তর দিতে না পারে, 'শুটিয়ে লাল করে দিবেন।'
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৮
১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৮
আবদুর রব শরীফ বলেছেন: আসলে প্রয়োজন না থাকলে কেনোইবা মনে রাখবে ৷
৩|  ১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:৫৯
১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:৫৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা মানুষেরাই এমন যে অন্যের অপমান খুব মজার সাথে নেই; ও মজার সাথে করি। মনে আছে ঐ জিপিএ ৫ ইন্টারভিউয়ের কথা? সেখানেও একই রকম।
আমরা অন্যের অপমান করবার জন্য নিজেরা প্রিপারেশন নিয়ে থাকি, সেটাতেই মজা পাই।
৪|  ১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:২৭
১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর একটা পোষ্ট দিলেন।
৫|  ১৫ ই এপ্রিল, ২০২২  বিকাল ৩:০৯
১৫ ই এপ্রিল, ২০২২  বিকাল ৩:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনার আক্রোশ কার প্রতি,
সাংবাদিক না  সুন্দরী মেয়ে?
জানেনইতো সাংবাদিক
বড্ড সাংঘাতিক!
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৪
১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ১২:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: আমি/আপনিও তাই ,
বলতে বলা যায় ,মনে রাখা যায় না ,কারণ প্রয়োজন হয় না