নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এ মডেল/

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

চুল রং করে কালো থেকে লাল/নীল/বাদামী করবে,
.
চোখে লেন্স লাগিয়ে বিড়াল/ভাল্লুক/কুকুরের মত করবে,
.
ব্রু প্লাক করে কৃত্রিম ভাবে আইব্রু দিয়ে অংকন করবে,
.
যার যা রং আছে তার সবটুকু নিঃশেষ করে ঠোঁটে আল্পনা করবে,
.
যত ধরণের আলতা স্নু আছে মুখে মেখে তারপর ফেস পাউডার দিয়ে নিজেকে অচেনা মনে হলে তার উপর মেকাপ দিয়ে ঢেকে দিবে /
.
চোখের পাতায় রং করে ময়ূরের মতো করে দিবে তার নিচে চকচক করে এমন কোন ফ্লেভার
.
এরপর আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে কোন পশু/পাখি অথবা বানর সদৃশ লাগছে কি না ?
.
যদি না লেগে থাকে আরেকবার উপরুক্ত টিপসগুলো কাজে লাগিয়ে এডিট করে নিবে ।
.
যতক্ষণ পর্যন্ত কনফিডেন্স গ্রো না হয় ততক্ষণ উপরের চলমান পক্রিয়া প্রয়োগ করিতে থাকবে,
.
মনে রেখো, একবার শুধু একবার যদি কোন পশু পাখির সাথে তোমার চেহারা মিলে যায় তাহলে তুমি মডেল ! মডেল কন্যা ! সো লেটস ট্রাই এন্ড ইনজয় ইট্/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:১৯

সোহানী বলেছেন: ছেলে মডেলদের নিয়ে তাইলে কিছু বলেন ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.