নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি সৃষ্টি, আমি ধ্বংস

২২ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২২

বাংলা সাহিত্যের সবচেয়ে বেশী আবৃত্তি করা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কেউ কথা রেখেনি ৷' এর পিছনে একটি সুন্দর গল্প আছে,
.
দেশ পত্রিকার সম্পাদক ছিল সাগর ঘোষ, তো দেশ পত্রিকার পূজা সংখ্যা উপলক্ষে কবিকে বললেন একটি কবিতা দেওয়ার জন্য,
.
কবি আজ দিবো কাল দিবো পরশু দিবো বলে সময় কাটাচ্ছিলেন,কবিরা যেমন হয় আর কি, ভবঘুরে! কবিতা জমা দেওয়ার কোন খবরি নেই! তাজ্জব বেপার!
.
একদিন পত্রিকার সম্পাদক বিনা নোটিশে কবি'র বাসায় চলে আসলেন, বললেন, কিরে ভাই! কবিতা দিবো বলে বলে দিচ্ছেন না কেন?
.
কবি গামছা পড়ে তখন গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন, ইতস্তত হয়ে বললেন, আপনি বসুন, কবিতা লেখা হয়ে গেছে, ভিতর থেকে এনে দিচ্ছি বলে তিনি পনের মিনিট সময় নিয়ে ভিতরের রুমে বসে চুপিসারে কবিতা লেখা আরম্ভ করলেন,
.
সেই কবিতাটি হয়ে গেল, বাংলার ইতিহাসের অন্যতম জনপ্রিয় কবিতা কারণ কেউ কথা রাখে না যখন কবি কেন কথা রাখবে? সেই আবেগকে কাজে লাগিয়ে তিনি আজ বিখ্যাত কবিতাটির লেখক!
.
একজন বিখ্যাত রাইটারকে প্রশ্ন করা হয়েছিল, লেখালেখির জন্য কি দরকার? তিনি বললেন কিছু না ভাই, জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাওয়া শুধু একটি হৃদয় দরকার!
.
আর সেই কারণে নজরুল/রবি ঠাকুরকে নিয়ে পড়ালেখা করা যায়, একজন নজরুল/রবি ঠাকুর হওয়া যায় না ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.