নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
বহদ্দার হাট স্বাধীনতা কমপ্লেক্সের সামনে এক হিজড়া (তৃতীয় লিঙ্গ)সআমাকে ডেকে বললো, এই এই শুনছিস্ সুন্দরী তুই একটা সুন্দর বউ পাবি ।
.
ওকে আমি বুঝালাম, কথাটা হবে, এই সুন্দর তুই একটা সুন্দরী বউ পাবি ।
.
তারপর হাতে অদ্ভুত ভঙ্গিতে তালি বাজাতে বাজাতে বললো, দে না রে! বললাম, কি দিবো? সে বললো, দশ টাকা ।
.
পকেট হাতড়িয়ে ভাংতির খোঁজ করলাম । কিছু না পেয়ে বললাম, দেওয়ার কিছু নাই রে,
.
সে বললো, এই ছেলেএএ, কি বলিস । আমার তো দুটাই আছে! তোর একটাও নাই রে!
.
অবস্থা বেগতিক । সদ্য পকেটে ঢুকাতে থাকা মানি ব্যাগ আবার বের করে বললাম, ভাংতি নেই, এই নে একশ টাকা, নব্বই টাকা ফেরত দিস্ ।
.
সে একশ টাকা হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বললো, দোআ করে দিলাম, তুই আমার মতো একটা সুন্দর বউ পাবি /
.
বললাম, আপাতত নব্বই টাকা পেলে হবে । তারপর সে বললো, ওহ্ ভুল হয়ে গেছে, আমার মতো একটা সুন্দরী বউ পাবি ।
.
আমার শেষ সম্বল সেই টাকাটা, আমিও নাছোড়বান্দা, বুঝালাম, বাসায় যাওয়ার ভাড়া নেই,
.
সে ও আমার উপ্রে রেগে গিয়ে বললো, তুই আমার মতো সুন্দর এবং সুন্দরী একসাথে দুটো গুনের অধিকারী বউ পাবি ।
.
তারপর ধনুকের মতো বাঁকা হয়ে দাঁড়িয়ে বললো, আমি সুন্দরী না? আবার তীরের মতো সোজা হয়ে বলতে লাগলো, আমি সুন্দরও…./
.
আর ভাংতি চেয়ে লজ্জা দিস্ না বলে সে হাঁটা ধরলো ।
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮
আবদুর রব শরীফ বলেছেন: পর্দার আড়ালে ওরা কারা?
২| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: হিজড়াদের মানুষ ভাবতে হবে। তাদের সাথে সুন্দর আচরন করতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮
আবদুর রব শরীফ বলেছেন: ওরা তো আমাদের সাথে অসুন্দর আচরণ করে যাচ্ছে, তবুও?
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫
রানার ব্লগ বলেছেন: উভয় পক্ষের মানুষিকতার পরিবর্তন প্রয়োজন !!!
২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৮
আবদুর রব শরীফ বলেছেন: একদম ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: ঢাকাতে হিজড়া ও ফকিরদের পৃষ্ঠ্যপোষকতা করার অনেক
বড় পর্যায়ের লোক আছে। তাই নিরাময় করা যায় না।
পোস্টে ++
এ সংক্রান্ত আমার একটা পোষ্ট আছে। দেখে আসতে পারেন।