নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বই বিক্রী

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

গত বইমেলায় এক লেখককে বললাম আপনার ৩১ টা বই বিক্রী হয়েছে । সে গুণে গুণে একদিন পর আপডেট দিলো, সত্যিই তো! আপনি কিভাবে জানলেন ।
.
জ্যোর্তিবিজ্ঞানের উপর দখল থাকতে হয় বুঝলেন । এরপর থেকে আমার প্রতি তার আগ্রহ বেড়ে গেছে । সে তার প্রকাশকসহ সবাইকে আমার কথা জিজ্ঞেস করে দেখলো তারাও আমাকে চেনে না তাহলে এই তথ্য আমি পেলাম কই ভেবে ভেবে সে দিশেহারা ।
.
সে যায় হোক । এই বছর তাকে ফোন করে বললাম, আপনার এখন পর্যন্ত ৫৬ টি বই বিক্রী হয়েছে । সে অটোগ্রাফ রেখে গুনতে আরম্ভ করলো । আবারও অবাক হলো । রীতিমত গুরু ডাকা আরম্ভ করেছে আমাকে ।
.
আমি আরেকটু ভেবে বললাম আগামী বই মেলায় আপনার ২০০+ বই বিক্রী হবে । সুতরাং খেই হারাবেন না ।
.
এখন তার প্রকাশকও অবাক । বই বিক্রী নিয়ে এমন ভবিষ্যতবাণী হয়তো আগে কেউ করেনি । আমি ই প্রথম । ইতোমধ্যে অনেক লেখক ই তাদের বই কয় কপি বিক্রী হবে মর্মে জানতে চেয়ে তোড়জোড় চালাচ্ছেন ।
.
তাদের বললাম, জানতে হলে আগে আমাকে ফেসবুক লিস্টে নিতে হবে । সবাই নিয়ে নিয়েছে । আমিও নোট করে করে তাদের বই যারা কিনছে তাদের সাথে কয়টা সেলফি আপলোড করতেছে তা যত্ন সহকারে গণনা করে যাচ্ছি ।
.
ইনশাল্লাহ আগামী বই মেলায় আমি বই বিক্রীর ভবিষ্যতবাণী করে ভাইরাল হবো । দেখা হবে আগামী বই মেলায় । অনেক আড্ডা হবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

শিশির খান ১৪ বলেছেন: কাগজের মূল্য সহ প্রেসের খরচ যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সামনের বই মেলাতে বই পাওয়া যাবে কিনা কে জানে ?এখন আর বই লেইখা খরচ উঠে বইলা তো মনে হয় না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আগামী বইমেলায় আপনার কয়টা বই বিক্রি হবে, আপনিই বলুন :)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬

অধীতি বলেছেন: লেখক বড়সড় একটা ধরা খেতে যাচ্ছেন তাহলে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: আগামী বই মেলা পর্যন্ত বেঁচে থাকবো তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.