নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মারো মুজে মারো

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১

অতীতে গরুর মাংসে হাড় বেশি হওয়ার জের ধরেও ব্রাহ্মণবাড়িয়া রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখেছি,
.
ও ভাই মুজে মারো মুজে মারো নেহি মাজাক হ রাহে
.
ঢাল-সড়কি,টেঁটা-বল্লম, গুলতি, লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে তারা দলে দলে বের হয়!
.
মজার বেপার হলো ঘরের নারীরা সঙ্গে নিয়ে বের হন মরিচের গুঁড়া সেটা কৌশলে বাতাসের অনুকূলে উড়িয়ে দেন এবং তা উড়তে উড়তে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে,
.
পৃথিবীর ইতিহাসে তাদের এমন টেকনিকগুলো মারাত্মক!
.
সেদিন দেখলাম একজনের পা কেটে নিয়ে যাচ্ছে তা দেখে হয়তো আরেকজন ভাবছে হাড় মাংসগুলো ফেলে দিলে ভালো জুতো হবে,
.
করোনাকালে মাস্ক পরে নিরাপদ দূরত্বে থেকে তারা মারামারি করছে বলে দেশবাসীকেও আশ্বস্ত করেছে!
.
ওরা কতটুকু সংস্কৃতমনা হলে সিডি ক্যাসেট বাকী না দেওয়ার জের ধরে সংঘর্ষে লিপ্ত হতে পারে তা আমাদের ধারণারও বাহিরে,
.
কিছুদিন আগে খবর এসেছিলো লুডু খেলায় চুরি করেছেন একজন এমন সামান্য ইস্যুতে জেলার বৈশ্যর গ্রামের দুই গ্রপের মারামারিতে টোটা বল্লম নিয়ে মুখোমুখি গ্রামের শতশত মানুষ!
.
কিউটনেসেরও একটা সীমা আছে, তালিয়া হবে ৷
.
শাস্তিগুলো আরো আদুরে, মারামারির অভিযোগে দুই যুবককে মাথা ন্যাড়া করে দিয়েছিলেন চেয়ারম্যান!
.
কোন একদিন ঝড়বৃষ্টি ঘরের চালায় নারকেল গাছ ভেঙ্গে পড়াকে কেন্দ্র করে তর্কের জেরে উত্তেজিত হয়ে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন,
.
সেদিন অটো রিকশাওয়ালা আরেকজন যাত্রী না পাওয়ায়, দুই সিটের জন্য ৫০ টাকা ভাড়া দাবি করে তা থেকে বাক-বিতণ্ডা, মারামারি এবং দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত!
.
কতকাল ধরে এভাবে চলতে থাকলে মারামারিও যে এভাবে শিল্প হতে পারে তা তাদের না দেখলে বুঝা যায়না,
.
যারা ব্রাহ্মণবাড়িয়া লিখতে না পেরে সংক্ষেপে বি-বাড়িয়া বলে তাদেরকেও দেখে নিবে মর্মে একটি প্রজ্ঞাপনও দেখলাম।
.
তাই কবিগুরু লিখতে চেয়েছিলেন 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি আজব জায়গা ব্রাহ্মণবাড়িয়া' কিন্তু পা হারানোর ভয়ে তা আর লিখেননি!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: হা হা হাসতে হাসতে মরলাম! :P

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: B-)) B-)) B-))

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: হাসলাম বাট মাতভাষা ডেতে অন্য ভাষায় হেডলাইন, কষ্ট দিলো

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার অফিসে (সৌদীতে) একটা ছেলে চাকরী করে বিবিএর। তাকে সবাই হুদাই বহুত প্যারা দেয়। মাঝে মধ্যে সে আফসোস করে বলে, ওদের কপাল ভালো যে অফিস বিবিতে না! বিবিতে হলে সব কয়টারে একদিন বুঝায় দিতাম! ;)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ফান। ভেরি ফানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.