নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে মরা খুব গুরুত্বপূর্ণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

জাপানে প্রতি দশ জনে একজন একাকি মৃত্যু বরণ করে,
.
একটি রুমে মরে পচে গলে গন্ধ বের হলে লোকে জানতে পারে এই ঘরে একাকী বাস করা বৃদ্ধটি মারা গেছে ।
.
পোকা মাকড় মশা মাছিতে ভরপুর এসব মৃত দেহ পরিষ্কারের জন্য জাপানে গড়ে উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি,
.
মৃত্যুর আগে অনেক বৃদ্ধ এসব কোম্পানীর সাথে চুক্তি করে রাখেন যাতে তারা মৃত্যুর খবর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে
.
শান্তিতে মরা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখুন ।
.
আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা একাকীত্ব । বিয়ে করেও একা না করেও একা ।
.
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে শুধু একাকীত্ব গোছানোর মানুষ নেই,
.
ছোট বেলায় আমাদের শোভাকলোণীতে দেখতাম মানুষ মানুষে কত একটা মেলামেশা ছিলো । এখন কিছু নেই । ঈদ কোরবানেও এখন আর সেই আমেজ নেই ।
.
শহরের কথা কি আর বলবো, কাছে থেকেও যেনো অচেনা ।
.
এক রিক্সা চালককে জনৈক লোক বলছে ভাই এখানে থেকে ওখানে কত কাছে চোখে দেখা যায় রাস্তা তুমি এতো ভাড়া বলছো কেনো ।
রিক্সা চালক বললো, 'দেখা গেলে কি সবকিছুকে কাছে বলা যায়! চাঁদও তো দেখা যায় কিন্তু কত দূরে....!'
.
সত্যি ভাই মনে হচ্ছে খুব কাছাকাছি আছি কিন্তু সবাই কাছে থেকেও অনেক দূরে সরে গেছি আমরা ।
.
ফেসবুকের চ্যাট খুললেই সব আপন বন্ধুরা নীল হয়ে জ্বলজ্বল করছে কিন্তু খবর নেওয়া হয় না কারণ এমন খবর নিয়ে কি হবে যে খবরে গায়ের গন্ধ পাওয়া যায় না ।
.
পৃথিবী হাতে মুঠোয় চলে আসছে কিন্তু হাতের দৈর্ঘ্য এতো বেশী যে প্লেন দিয়েও এপাশ থেকে ওপাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ।
.
আমি এখন সমাজে একাকী মরে যাওয়া বাবাগুলোকে দেখি যারা মরে যাওয়ার খবরে তার সন্তানরা দেশে আসতে পারে না,
.
ইউরোপ ল্যাটিন আমেরিকার কোন দেশ থেকে ভিডিও কলে বাবা শেষকৃত্য দেখে জন্মদাতার বিদায় অবলোকন করে ।
.
জীবন এখন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ।
.
কিছুদিন আগে অভিনেত্রী তাজিনের একাকী মৃত্যু ভাইরাল হয়েছিলো,
.
এক দিন মরে গিয়ে কঙ্কাল হয়ে থাকবো আমরাও..... কারণ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ক্লাশে শ্রদ্ধেয় মঈনুল ইসলাম স্যারের কথা মনে পড়ছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রী হলো পরিবার ।
যা ভেঙ্গে গেলে দেশও একদিন ভেঙ্গে যাবে ।
.
পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন একটি সন্তান মানে একটি দেশ বাঁচার আশা,
.
আমাদের দেশে যেমন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' স্লোগান চলছে তেমনি ওদের দেশে 'সন্তান জন্ম দিয়ে দেশ বাঁচান' অবস্থা ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মৃত্যু এমন এক ব্যাপার যেখানে শান্তি বলে কিছূ নেই মৃত্যু মানে যন্ত্রণা আর কষ্ট !

তাই সমাজিকতার পরও আমরা যখন একা তো এটাকে মেনে নেয়াই ভালো !!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০০

সুমন কর বলেছেন: তবে যাই বলুন আর বলুক, "ঘুমের মধ্যে হঠাৎ, চুপ করে মরে যেতে চাই।"

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: যন্ত্রণা এবং কষ্ট হীন হাজার হাজার মৃত্যু আছে।কতো লোক ঘুমিয়ে থাকে সকালে আর ঘুম থেকে উঠেনা।সে কোন যন্ত্রনা ও কষ্ট পায় না।
আমার অভিজ্ঞতা হলো,আমার অনুমতি নিয়ে ডাক্তার আমাকে ইনজেকশন দিলো।আমি ঘুমিয়ে গেলাম।৩০ ঘন্টা পর জেগে উঠলাম।
৫% জেগে উঠে না।যারা জেগে উঠে না তারা তো কোন যন্ত্রণা ও কষ্ট ছাড়াই চীর জীবনের জন্য ঘুমিয়ে গেলো।
দেন দরবার চলছে এমন মরনের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.