নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
হে আল্লাহ!
আপনি যদি দুনিয়ায় আমাকে এ জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন,
তাহলে এ খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন!
- বিশর হাফী (রাহিমাহুল্লাহ)
[বাইহাক্বীর ‘আয-যুহদুল কাবীর’: ১৪৭]
উপরের অংশটি ক্রিকেটার তানজীম হাসান সাকিবের ওয়ালের পিন পোস্ট থেকে । এটা আমিও বিশ্বাস করি । যত অপরাধ করিনা কেনো দিন শেষে আল্লাহর কাছে আমাদের সবাইকে ফেরত যেতে হবে ।
মানি আর না মানি, আল্লাহর নির্দেশনা আমার কাছে চূড়ান্ত । আমার বাবা বেঁচে নেই যদি বেঁচেও থাকতেন আর যদি বলতেন, আল্লাহর এই হুকুমটা মানি না তাহলে আমি অবশ্যই প্রতিবাদ করতাম কিংবা করে যাবো ।
ধরেন, নামায না পরলে শাস্তি ভোগ করবো । গুনাহ হবে । আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়তো আল্লাহর অশেষ দয়ায় ক্ষমা করে দিবেন । এমনও হয়েছে আমাদের অফিসে সবাই নামায পড়তেছে একমাত্র আমি ছাড়া । কিন্তু নামায কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে । না পড়া আর পড়ার দরকার নেই এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ।
কেউ যদি আল্লাহর কোন নির্দেশনা না পালন করে সে অপরাধী হবে । হয়তো সে একদিন ফিরে আসবে । কিন্তু কেউ যদি মনে করে, আল্লাহর নির্দেশনা ভুয়া কিংবা ব্যাক ডেটেড তাহলে সে নিশ্চিত একটা বেয়াদব । তাদের সাথে আমাদের আকিদার কোন সম্পর্ক নেই । তাদের বিশ্বাস তাদের আর আমাদের বিশ্বাস আমাদের ।
নারী পুরুষ অবাধে মেলামেশা আল্লাহ নিন্দনীয় করেছে । কিন্তু বিয়ের আগে আমার জীবনেও অনেক নারী বান্ধবী ছিলো । তাই বলে আমি এটাও বিশ্বাস করি আল্লাহ যখন নিন্দনীয় করেছে এটা অবশ্যই অবশ্যই অপরাধ করেছি কিংবা করে যাচ্ছি । এটা বলার সুযোগ নেই এটা পছন্দনীয় কাজ হতে পারে ।
আমিও মিথ্যে বলি । তাই বলে মিথ্যেকে কখনো আমি পূণ্য বলতে পারি না ।
সোজা কথা হচ্ছে আমরা বিশ্বাস করি কোরআনে এবং হাদীসে যা যা বলা আছে সব নির্দেশনা সৃষ্টিকর্তার পক্ষ থেকে । আর তাতেই বরকত । এটা মানা না মানা নিজের উপর কিন্তু পরিপূর্ণ আস্থার সাথে আমরা বিশ্বাস করি আল্লাহর আদেশ নিষেধ উপদেশই চূড়ান্ত । পালন করতে যতই তিতা লাগুক না কেনো ।
আল্লাহর যদি কোন নির্দেশনা থাকে আর তাতে স্ত্রীকে চাকরির প্রতি উৎসাহিত করা হয়েছে এমন, এখুনি আমিও আমার স্ত্রীকে চাকরিতে পাঠাবো ।
আমরা এ ও বিশ্বাস করি সম্মান দেওয়ার মালিক আল্লাহ । যদি তিনি আমাদের সম্মানিত করেন তাহলে পুরো পৃথিবীর সবাই মিলে অপদস্ত করলেও সম্মানিত আমরা হবোই । আল্লাহ যদি কাউকে অসম্মানিত করে তাহলে সেটা ঠেকানোর সাধ্যও কারো নেই ।
আপনারা কে কি বলেন তাতে সত্যি আমাদের কিছু আসে যায় না । আমরা মানতে না পারলেও আত্মাকে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬
নতুন বলেছেন: দেশের প্রধান মন্ত্রী সহ লক্ষ লক্ষ নারী কাজ করছে, স্কুলে পড়ছে
খারাপ লাগলো এই ভেবে এই ছেলে এই সময়ে এসে নারীদের প্রতি এমন একটা ভাবনা পোষন করে।
অবশ্য তার এই ভাবনার জন্য তাকে ক্রিকেট লেখায় প্রভাব পড়া উচিত না।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
সোনাগাজী বলেছেন:
আপনারা পড়ার কথা মাদ্রাসায়, এত মাদ্রাসা থাকার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দখল করে মাদ্রাসা বানায়েছিলেন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮
ধুলো মেঘ বলেছেন: আচ্ছা, আমি যখন প্রেম করতাম, তখনও তো জানতাম যে আমি অপরাধ করছি। তারপরেও তো না করে পারিনি। আমার বউ তো পর্দাও করেনা। এতে কি আমার অপরাধ হয়েছে বা হচ্ছে, এর জন্য আমি কিভাবে মাফ পেতে পারি?
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছেন। আপনি ভাগ্যবান।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চোরায় ধর্মের কাহিনি শোনালে মানায়? আগে তো নিজের ভালো হতে হবে।