নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০২০ সালে বাংলাদেশ সুখী দেশ হিসেবে ১০৭ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ১২০ তম ৷
.
এতে অনেকটা পরিষ্কার আমাদের সুখ কম হলেও জীবনের প্রতি মায়া মমতা ও দায়বদ্ধতা আছে,
.
বেশী সুখের কিছু মারাত্মক সাইড ইফেক্ট আছে, সব পেয়ে গেলে মানুষ খুব ই হতাশ অনুভব করে ৷
.
ফিনল্যান্ড এন্ড ডেনমার্ক এগুলো হলো সুখী দেশের তালিকায় থাকা বরাবর ই প্রথম সারির দেশ ৷
.
সুখী হওয়ার পিছনে যে জিনিসগুলো প্রথমে দরকার তা হলো সামাজিক নিরাপত্তা, পারিবারিক সুসম্পর্ক, দূর্নীতিমুক্ত প্রশাসন, পর্যাপ্ত শিক্ষাও চিকিৎসা ব্যবস্থা এবং মানসিক প্রশান্তি,
.
যদিও এরিস্টটল বলেছেন 'সুখ নির্ভর করে নিজের উপর' তাই হয়তো পাগলরা অনেক সুখী হয় কারণ আমাদের সন্দ্বীপের একটা প্রবাদ অাছে 'পাগলের সুখ মনে মনে'
.
সুখের সাগরে দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক,
.
বরাবর ই সুখী দেশ হিসেবে পরিচিত ডেনমার্কে ১৯৮০ সালে প্রতি ১০০০০০ মানুষের মধ্যে ৪০ জন মানুষ আত্মহত্যা করতো যা ছিলো তখনকার সর্বোচ্চ,
.
বর্তমানে,
.
২০২০ সালে ফিনল্যান্ড সুখী দেশ হিসেবে পুনঃপুন ১ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ২৩ তম ৷
.
২০২০ সালে ডেনমার্ক সুখী দেশ হিসেবে ২ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ৪৪ তম ৷
.
২০২০ সালে সুইজারল্যান্ড সুখী দেশ হিসেবে ৩ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ১৮ তম ৷
.
২০২০ সালে আইসল্যান্ড সুখী দেশ হিসেবে ৪ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ৩৩ তম ৷
.
২০২০ সালে নরওয়ে সুখী দেশ হিসেবে ৫ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ৫১ তম ৷
.
২০২০ সালে নেদারল্যান্ড সুখী দেশ হিসেবে ৬ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ৪৬ তম ৷
.
২০২০ সালে সুইডেন সুখী দেশ হিসেবে ৭ নম্বরে থাকলেও সবচেয়ে বেশী আত্মহত্যা করা দেশের মধ্যে ২৮ তম ৷
.
অথচ সুখীদেশগুলো আত্মহত্যার পরিমাণ কম থাকার কথা ছিলো,
.
এটা হয়তো টিপিক্যাল বাঙ্গালী ললনাদের কমন ডায়লগের মতো একখানা বেপার হতে পারে 'ওগো এতো সুখ আমার কপালে সইবে না!'
.
সুইসাইডে প্রথমে থাকা লিথুয়ানিয়াতে ৭৭.২ শতাংশ রোমান ক্যাথলিক খ্রিষ্টান ধর্ম পালন করে,
.
আত্মহননে দ্বিতীয় অবস্থানে থাকে রাশিয়েতে ৪১.১ শতাংশ রাশিয়ান অর্থোডেক্সে এবং ২৫.১ পার্সেন্ট কোন নির্দিষ্ট ধর্ম পালন করে না!
.
আত্মহত্যায় তৃতীয় অবস্থানে থাকা ঘানাতে ৬৩ শতাংশ খ্রিষ্টানধর্মালম্বী,
.
বিচ্ছিন্নতাবাদে চতুর্থ অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার অধিকাংশ লোক বোদ্ধ ধর্ম পালন করে ৷
.
মুসলিম দেশগুলোতে আত্মহত্যার হার এভাবে পরিসংখ্যান বিবেচনা করলে তুলনামূলকভাবে অনেক কম,
.
কারণ আল্লাহ্ তায়ালা বলেন ‘আর তোমরা নিজেদের হত্যা করো না' কত সুন্দর ধর্মের বিধান যেখানে আরো বলা হয়েছে 'আত্মহত্যাকারী জাহান্নামে যাবে!'
.
সুতরাং, বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই সত্য ধর্মের অনুসরণ করতে হবে এবং ইসলাম অর্থও শান্তি কিন্তু শান্তির দেশের তালিকায় আমাদের মুসলিম দেশগুলো প্রথম দিকে না থাকার কারণ, আমরা প্রকৃত ইসলাম পালন করতে পারছি না ৷
.
ইসলামে শান্তিও আছে আবার বেঁচে থাকার অনুপ্রেরণা কোরআনে বারবার বলা হয়েছে 'তোমরা হতাশ হয়ো না!'
.
কারণ হতাশ হলে যতো সুখী দেশ কিংবা শান্তিতে থাকো না কেনো প্রকৃত সুখ যাকে বলে সেটা পাবে না!
©somewhere in net ltd.