নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হাতে লাগে ব্যথা রে, কোক ছাইড়া দাও সোনার দেওরা রে…

১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৩২

"কোকাকোলার লোগো প্রতিবিম্বিত করলে তা আরবি বাক্য 'লা মুহাম্মদ, লা মক্কা' সাদৃশ্য হয়। যার অর্থ দাঁড়ায় 'না মুহাম্মদ, না মক্কা' (No Muhammad, No Mecca)।" এই ইস্যুতে একবার মুসলিম বিশ্বে বয়কটের ডাক এসেছিলো ।
.
মরক্কো ১৯৫৪ সালে কোক বয়কট করে কারণ প্রচারিত হতে থাকে কোকাকোলাতে শুয়োরের রক্ত মেশনো হয়। আফ্রিকানরাও এটি বয়কট করেছিলেন কারণ ছড়িয়ে পড়ে কোকাকোলাতে কড়া ডোজের কোকেন মেশানো হয়। ভারতীয়রাও বয়কট করেছিলো এই বলে যে, কোকাকোলাতে মানুষের দেহের বর্জ্য পদার্থ মেশানো হয়।
.
৭০ বছর পরে আবারো মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কোকাকোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। তারা বলছে, কোকাকোলা পান করা, তাদের ফিলিস্তিনি ভাইবোনের রক্ত পানের সমান।
.
প্রশ্ন হলো বয়কটের ৭০ বছর পরেও কোক এখনো কিভাবে ওদের বাজারে টিকে আছে?
.
এতো কিছুর পরও! পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শব্দ ‘ওকে’ এবং তার পরে ‘কোকাকোলা’ হলো সবচেয়ে জনপ্রিয় শব্দ, যেটা মানুষ উচ্চারণ করে থাকে। পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ মানে ধরতে গেলে সব মানুষই কোকোকোলার নাম জানে ।
.
এমনকি অনেকে বলেন তারা বাথরুম ভালো পরিষ্কার করতে কোক ব্যবহার করে থাকে ।
.
এক ঢোক কোক খেয়ে সার্চ দিতে থাকলে এমন অনেক তথ্য আপনি পাবেন । শুধু ফিলিস্তিনে ওদের ফ্যাক্টরি আছে এটা বলে কোকের পার পাওয়ার সুযোগ নেই ।
.
ঝামেলা হলো আমরা নিজেরা । দুদিন পর আমরা এসব ভুলে যায় । আবার ওদের আমরা কিনতে থাকি । কিনতে থাকি বলেই বছরের পর বছর বর্জন করার পরেও এখনো বাংলাদেশের কোমল পানীয়ের ৭০% কোক পেপসির দখলে!
.
হাতে লাগে ব্যথা রে, কোক ছাইড়া দাও সোনার দেওরা রে…,
.
কিন্তু দেওরা কি আসলেই হাত ছাড়বে? যে হাত ছাড়তে বলছে তার মনেও কিন্তু হাত ধরে রাখার আকুলতা লুকিয়ে আছে কিংবা থাকবে! সুযোগ পেলে সে এক ঢোক খেয়েও দিবে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৪০

আহলান বলেছেন: ইন্টারেস্টিং ... এমন করলে আমাদের অনেক কিছুই ছাড়া লাগে ... তবে এখন বাজারে মোজো কোকের কক ফাইটে ঈমানি ফাইট কতটা বিরাজমান সেটাও তো দেখতে হবে। খাদ্য পাণীয় নিয়ে এমন রাজনীতি এই সময়ে কতটা মানানসই ....

২| ১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৬

নতুন বলেছেন: শুধুই কোক না বয়কট করা দরকার সকল প্রকার চিনি+ক্যামিক্যাল ওয়ালা কোমল পানীয়।

আমার ডিপাটমেন্টে আমার টিম বছরে ৪ মিলিওন ডলারের কোকাকলা পন্য বিক্রি করে।

কিন্তু নিজে কোন কোমল পানীয় পান করিনা, কারন এটা স্বাস্হের জন্য ভালো না ;)

৩| ১৫ ই জুন, ২০২৪ দুপুর ১:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার লেখাটা পড়তে পড়তে যে কমেন্ট করবো ভাবছিলাম, আপনি শেষ লাইনে এসে সেটাই বলে দিয়েছেন। আসলেই, ভাবীরও হাত ছাড়ানোর খুব একটা ইচ্ছা নেই।

আমরা এমনই! মানুষ এমনই!

৪| ১৫ ই জুন, ২০২৪ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: বাই দা রাস্তা

আসল গানে কিন্তু দেওরা ভাবীর হাত ধরে রাখার কথা কইতেছিলো না =p~

যদিও অনেকেই মনে করে দেবর ভাবির হাত ধরে রেখেছে আর ভাবী হাত ছাড়াতে চাইছে... :P

৫| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৩

কিশোর মাইনু বলেছেন: আমি কোক খাইনা আজকে 8-|। মনে ও নেই শেষ কখন খেয়েছিলাম। মনে হয় স্কুলে থাকতে। এর পর থেকে আর কখনো কোকাকোলা খাইনি। স্প্রাইট, সেভেন আপ, আরসি কোলা, এগুলোই খেতাম। কোকাকোলা-পেপসি খাওয়া বন্ধ করেছিলাম এক গুজব থেকে যে এটা শুকরের মাংস দিয়ে বানানো হয়। পরে সেটা মিথ্যা জানলে ও কেন জানি আর কোক খেতে পারিনা। মাইন্ড সেট হয়ে গিয়েছে ওইভাবে। ভালই হয়েছে।
আর বয়কট কঠিন এটা ভুয়া কথা। সমস্যা হচ্ছে মনোবল এ।

৬| ১৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি নিয়মিত পান করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.