নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সত্যের সন্ধানে

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

এই আন্দোলনের আগে আসিফ নজরুল গংদের থেকেও ইলিয়াস হোসাইন এবং পিনাকী গংরা অনেক বেশী সক্রিয় এবং সেক্রিপাইস করেছে। সত্য বলতে জীবনে তারা সব হারিয়েছে কেবলমাত্র সত্য তুলে ধরতে গিয়ে।

তারা যখন কোন ভিডিও দেয় সেটা আপনি মানেন কিংবা না মানেন ডাস্টবিনে ছুড়ে দিতে পারবেন না। তথ্য উপাত্ত অনুমান ভুল হতেই পারে। আপনারা তার বিপরীতে ভুল ধরিয়ে দিয়ে ভিডিও নিয়ে আসেন। আমরাই সেটা প্রমোট করবো।

কোন তথ্য উপাত্ত প্রমাণ ছাড়া যদি বলে দেন ওদের রিপোর্ট ভুয়া কিংবা অনুমান নির্ভর তাহলে বলবো আপনারা দা*জ্জা*ল কিংবা দলকানা। কারণ দা*জ্জা*ল সত্য জেনেও মিথ্যেকে গ্রহণ করবে এটাই তার বৈশিষ্ট্য হবে।

ইলিয়াস হোসাইন যদি কারো এজেন্ট হয় তার প্রমাণ নিয়ে আসেন। দেখেন জনগন মেনে নেয় কি না?

হাসনাত আর সারজিসকে আপনারা যখন আওয়ামী লীগের প্রোডাক্ট বলেছেন তখন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু দিনশেষে যখন দেখলাম তাদের কর্মকান্ড বিপ্লবের পক্ষে তারপর বুকে টেনে নিয়েছি।

ভুল হলে আমাদের সরি বলতে সমস্যা নেই। পিনাকীকেও দুদিন আগে আমি নিজে সমালোচনা করে পোস্ট করেছি। কিন্তু যখন মনে হলো তারা সঠিক বলছে আবার মেনে নিয়েছি।

সত্যের সন্ধান এখানে মূল কথা। কে আসিফ নজরুল অথবা কে ইলিয়াস হোসাইন সেটা আমাদের দেখার বিষয় না। আশা করি দা*জ্জা*লের মতো কানা হবেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

নতুন বলেছেন: আমাদের দেশের জনগন কি দূনিতি মুক্ত, বৈশম্য মুক্ত দেশ চায় না?

যদি চাইতো তবে সবাই মিলে এই সরকারকে সাহাজ্য করতো দূনিতি মুক্ত করতে।

সেটা না করে সরকারকে প্রতিদিনই নতুন করে ঝামেলা মোকাবেলা করতে হচ্ছে, সাধারন মানুষের বিরাট অংশ্যই মনে হয় পরিবর্তন চাচ্ছে না।

আদের দূনিতি, দলীয়করনই তাদের জন্য ভালো মনে হচ্ছে। :|

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

বাকপ্রবাস বলেছেন: আসিফ নজরুল মিটিং গুলো করেছে কিনা সে নিজে বলুক তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এর আগে আফিস নজরুল বলেছিল আমি কিছুই জানিনা, একটা ফোন আসছে সেনা সদরে যেতে হবে, আমার বউ যেতে দিতে চাইনি, তবুও সাহস করে গেলাম গিয়ে দেখি আরো অনেকে আসছে
ইলিয়াস এর তথ্যমতে আসিফ নজরুল অন্তর্বর্তি প্রধান হতে চেয়েছে ছাত্ররা মানেনি, আসিফ নজরুল বলেছে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়নি, ছাত্ররা ডক্তর ইউনুসকে জিগ্যাসা করে দেখল আসিফ নজরুলরা তার সাথে কোন যোগাযোগই করেনি

এটার সত্যতা জানার জন্য তিনটা পক্ষ আছে, ছাত্ররা, আসিফ নজরু এবং ডক্টর ইউনুস, যাচাই করার অপশন আছে সেটা করতে হবে, ইসমাইলকে তুড়িমেরে উড়িয়ে দিলে হবেনা

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

আমি নই বলেছেন: ইলিয়াস, পিনাকিরা তথ্য উপাত্ব নিয়েই ভিডিও বানায়। ওদের অনেক সমালোচক দেখেছি কিন্তু কাউকে ওদের যুক্তি খন্ডন করে সমালোচনা করতে দেখিনি।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

মেঠোপথ২৩ বলেছেন: আসিফ নজরুলের বিরুদ্ধে দেয়া বক্তব্যগুলো একেবারেই যৌক্তিক মনে হয়নি। জুলাই -অগাস্ট বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সবচেয়ে বড় অবিদান রাখা শিক্ষক হচ্ছেন আসিফ নজরুল। ৫ ই অগাস্টে উনার সম্পর্কে যে সব তথ্য হাজির করা হয়েছে তা ঐ পরিস্থিতিতে খুবই স্বাভাবিক ঘটনা। আপনি কি আশা করেন যে , সরকার প্রধান পালিয়ে যাওয়া মানেই একেবারের সকল সরকারপন্থী ও ভারতপন্থী লোকজন হাওয়া হয়ে যাওয়া ? কাজেই সরকারে যারা তখনও বসে ছিল তাদের সাথে ছাত্রদের প্রতিনিধি আসিফ নজরুলের বৈঠকের বিষয়টা মোটেই অস্বাভাবিক কিছু নয়।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি সত্য মিথ্যা কিভাবে নির্নয় করেন?

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩১

মায়াস্পর্শ বলেছেন: সাংবাদিক ইলিয়াস যথাসময়ে যথাযথ কাজ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.