নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এই বছরের প্রথম দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কয়েক প্রাচীন আকঞ্জি মসজিদ যা ৬০০ বছরের পুরনো।
.
রামমন্দির ধ্বংস করে বাবরি মসজিদ গড়া হয়েছিল, এই দাবি তুলে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু জনতা মসজিদটি ভেঙ্গে ফেলে। ওই ঘটনার প্রায় তিন দশক পর ২০১৯ সালে বিতর্কিত স্থানটিতে হিন্দু মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।
.
সাম্প্রতিককলে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কাশীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার মসজিদ নিয়ে। এগুলো ভেঙ্গে মন্দির করার চেষ্টা চলছে।
.
অন্যদিকে এই বছরের শুরুতে উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভূগর্ভস্থ একটি কক্ষে আদালতের অনুমতিতে পূজা শুরু করেছেন হিন্দুরা।
.
বহুল আলোচিত ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করেছেন কে জানেন? স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
.
মসজিদ ভাঙ্গার জন্য ওরা সার্ভে করে। কোন সময় কোন এক সম্রাটের আমলে নাকি ওখানে মসজিদের জায়গায় মন্দির ছিলো এমন লেইম এক্সিকিউজে ওরা মসজিদ ভাঙ্গে ।
.
ভোটে জিততে হলে ভারতের এখন প্রধান অস্ত্র মসজিদ ভাঙ্গার ভাইভ তৈরী করে অলিখিত এজেন্ডা দাও । আর আমরা এখানে মন্দির পাহারা দিই। জীবনবাজী রেখে সনাতনীদের নিরাপত্তা দিই। প্রতিদানে লেলিয়ে দেওয়া হয় ইস্কন টাইপ ষড়যন্ত্র। হায়রে দুনিয়া!
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
জেনারেশন৭১ বলেছেন:
সনাতনীদের ভালোবাসার ফলাফল: কলিকাতার দাদারা ইলিশ খায়, আমরা সন্দ্বীপের চেঁউয়া মাছ খাচ্ছি
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: মন্দির পাহারা দেয়ার রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। ভারতের মসজিদ ভাঙার ঘটনা ভারতের সমাজে গভীর ক্ষতের বহিঃপ্রকাশ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
কাঁউটাল বলেছেন:
পোভুপাদ, করে নাদ
চিনময় গুপ্ত
ইসকন বিসকন
কৌশলী নৃত্য
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
কামাল১৮ বলেছেন: মসজিদ ভেঙ্গে মন্দির আর মন্দির ভেঙ্গে মসজিদ দুটিই গু- - এপিট ওপিট।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
কথামৃত বলেছেন: কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন