নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিয়ে করে বউ বাসায় নেওয়ার পর মনে হলো কিছু একটা নিতে ভুলে গেছি। দ্রুত দৌড়ে ফার্মেসিতে গেলাম। আসার পথে ছাত্রলীগের সহমত জনৈক ভাইস প্রেসিডেন্ট থামালো। বললো, আমার বিরুদ্ধে নাকি তাদের অনেক অভিযোগ আছে। তারা আমার অনেক প্রতিবাদী লেখার স্ক্রীণশট নিয়ে রেখেছে। বললো, তোমার বাবা এতো ভালো মানুষ তুমি আমাদের বিরুদ্ধে লিখো কেনো? এক প্রকার হুমকির সুরে কিছুক্ষণ বকবক করতে করতে চলে গেলো। ভাব এমন যে সবাইকে কোপায় ফেলবে।
তাকে সেদিন একটি কথা বলেছিলাম। আমাদের লেখাগুলো কখনো আপনাদের বিপক্ষে না। বরং পক্ষে হিসেবে নিবেন। আমার দাদা সন্দ্বীপে আওয়ামী লীগের প্রথম এমপি ছিলো। আজকে যদি আপনারা সংশোধন না হন্ আপনাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
আল্লাহর কি মহিমা, তিন বছর না যেতে না যেতেই হাসিনা পালালো।
সুতরাং আজকে যারা নতুন ক্ষমতা পেয়ে তা যদি কাজে লাগাতে ব্যর্থ হন্ তাহলে আপনাদের কপালেও দুঃখ আছে।
সত্যকে সত্য বলতে এবং মানতে শিখুন। বঙ্গবন্ধুকে শেষ করছে তোষামোদকারীরা। সব সময় সমালোচকদের পাশে থাকবেন। বিশেষ করে যারা যৌক্তিক সমালোচক।
১৯৭১ সালের পর আওয়ামী লীগ বাকশালী পন্থায় এগুচ্ছিলো কিন্তু কেনো কেউ ধরিয়ে দিতে পারলো না? বঙ্গবন্ধুর চেয়ে দল বড়। দরকার হলে তাকে থামানো তখনকার সময়ের দাবী ছিলো।
২০২৪ সালের আগের ১৫ বছরে কি কোন সিনিয়র নেতা ছিলো না যারা হাসিনার স্বৈরাচার ধরিয়ে দিয়ে একটি দলকে বাঁচাতে পারতো? আসলে আমরা দলকানা না ব্যক্তিকানা।
এই আওয়ামী লীগ তো কারো বাপের সম্পত্তি ছিলো না। এটা ৫২,৬৬,৭১ সালের দল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আবদুল হামিদ খান ভাসানীর মাধ্যমেই তো উচ্চারিত হয়েছিলো, 'ভারত আমাদের শত্রু!
এই কথাটা যে'ই প্রজন্ম বুঝতে পারবে
তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান।'
একটা কথা বলি, যখনই তোষামোদী হবেন। যখনই নেতার অন্যায়কে প্রশ্রয় দিবেন। যখনই স্বার্থের পিছনে হন্য হয় ঘুরবেন। যখনই আপনারা মনে করবেন, রাজনীতি মানে ব্যবসা কিংবা চাকরি! তখনই মনে করবেন ঐ দলের অস্তিত্ব সংকটে।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: আল্লাহর মাইর দুনিয়ার বাইর।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৬
রানার ব্লগ বলেছেন: যাহারা আপনাকে হুমকি দিয়েছে তাহারা আজ উত্তম মধ্যমের ভয়ে ক্যথা বালিশ নিয়া দৌড়ের উপর আছে । যাহারা ভাবে অমুক দেশ শত্রু অমুক দেশ দোস্ত তাহারাও ক্যথা বালিশ নিয়ে দৌড়ে আছে । বিশ্ব রাজনীতিতে কোন দেশ শত্রু বন্ধু না । সব দেশই তাদের আপনা পাত বওঝেো বোঝে না কেবল আমাদের দেশের হনুমান গুলা । লেজ কাটা হনুমান ।