নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আমার আড়াই বছরের মেয়ে ইশারাতকে ওয়ান টু থ্রি ফোর বলতে বললে ও ওয়ান টু ফ্রি বলে।
ঘটনাটা যখন আমার কলীগকে বললাম সে বললো, মেয়ে এখন কোন জায়গায় আছে? বললাম, ও এখন নানুর বাড়িতে আছে। তখন কলীগ বললো, এই জন্যই থ্রি কে ফ্রি বলে কারণ নানুর বাড়িতে ফ্রি খাওয়া ফ্রি ঘুরাঘুরির পর কেউ ফ্রি কে থ্রি বলবে না।
গতকাল দেখলাম সে কাগজের টুকরো ছিঁড়ে তার মাকে বলতেছে, এই দেখো পাঁচ টাকা। তোমার কি কি লাগবে?
তারপর সে নিজে নিজে ই বললো, পাঁচ টাকা দিয়ে তোমার জন্য ললিপপ আনবো। চিপস আনবো । চানাচুর আনবো। আলু আনবো। আরো কি কি আনবে বলে টা টা বাই বাই বলে কিনতে চলে গেলো।
পাশের রুম থেকে ঘুরে এসে বললো, এই নাও তোমার ললিপপ। তোমার চিপস। তোমার আলু বলে বলে মিছে মিছে সব হাতে দিতে লাগলো।
এগুলো দেখে মনে হলো শায়েস্তা খার আমলে চলে আসছি যখন কয়েক টাকায় গরু পাওয়া যেতো।
ফ্রি নিয়ে একটা কৌতুক মনে পড়ে গেলো, চটকদার বিজ্ঞাপন দেখে জনৈক লোক তড়িঘড়ি করে হোটেলে রুম বুকিং দিতে গেলো। রুম ভাড়া করলে ওয়াইফ ফ্রি। কিন্তু রুমে গিয়ে দেখলো সবই ই আছে কেবল ওয়াইফ ছাড়া। বাকীটা ওয়াইফাইয়ে খুঁজে নেওয়া ছাড়া গতি নাইকা।
যাই হোক, মেয়েকে বললাম একে তো কাগজ তার উপর ওটাকে ৫ টাকা বানিয়ে দুনিয়ার সব কিছু নিয়ে এসে যাকে তাকে দিয়ে দিচ্ছি, বেপার কি? সে বললো, বাবা আগে অংক বলি, ওয়ান টু ফ্রি ফোর ফাইভ....!
অবশেষে বুঝলাম, ফ্রি এখানে ফাইভে কিংবা পাঁচ টাকায় এসে থেমেছে।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: যাযাকাল্লাহ খয়রান
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০১
সামিয়া বলেছেন: মেয়ের জন্য দোয়া রইলো।