নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
যারা ফেসবুক অ্যালগরিদম কিংবা প্যাটার্ন বুঝে না তারাই বলে রীচ কমে গেছে। চলে গেছে।
আরে ভাই আপনাকে বুঝতে হবে আগে আপনি পোস্ট করলে জাস্ট নাওতে তা আপনার ফ্রেন্ডস ফলোয়ারদের কাছে যেতো। তারা সেকেন্ডে কিংবা মিনিটে আপনার পোস্ট পেতো।
এখন আপনার বন্ধুদের কাছে আপনার পোস্ট পৌঁছে ঘন্টা, তিন ঘন্টা অনেক ক্ষেত্রে তিন দিন পরও। যারা আপনাকে নিয়মিত লাইক কমেন্ট করে শুধু তাদের কাছে জাস্ট নাও তে পৌঁছে আপনার লেখা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বেপার হলো, আপনার কোন লেখায় যদি এনগেজমেন্ট বেশী থাকে সেটা আরো বেশী মানুষের কাছে আপনার লেখা পৌঁছ দিতে দিতে এক প্রকার ভাইরাল করে দিবে। এই এলগরিদমে ফেসবুক চলতেছে।
উদাহরণস্বরূপ শেখ হাসিনা চলে যাওয়ার পর আমার ছোট্ট একটি পোস্ট কোন ধরণের বুস্ট ছাড়া ১৬৮ হাজার মানুষ লাইক করেছে কারণ এটা যেতে যেতে ৪ লাখ ১৯ হাজার মানুষের কাছে গিয়ে ঠেকেছে। যা পিন পোস্ট করা আছে। টাইমলাইনে গিয়ে দেখতে পারেন।
আপনার যত ভালো লিখুন কিংবা কন্টেন্ট তৈরী করেন না কেনো ফেসবুক অনেক সময় দুটো ভিউও হবে না কারণ পোস্ট এনগেজমেন্টে হিরো আলম কিংবা রিপন ভিডিও আপনার চেয়ে অনেক এগিয়ে কিংবা দ্রুত ছড়িয়ে পড়ছে।
দেশের সর্বোচ্চ ২০ জন মেধাবী মানুষদের নাম আপনি জানেন না কিন্তু পরীমনি কিংবা হিরো আলমকে চিনে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর।
দেশীর বেশীরভাগ মানুষ এতো সাধারণ যে কেউ রাস্তায় উষ্টা খেলে এতে বিনোদিত হয়ে হাসে কিন্তু একটা ইন্টেলিজেন্ট জোকস্ বললে সে বুঝবে ই না আবার আপনি কেউ পড়ে গেলে আপনার হাসি পাবে না বরং ব্যাথা পাবেন কারণ আপনার ব্রেইন আরেকটু অন্তত উচ্চতর।
আরেকটি বিষয় হুট করে যারা আসে তারা হুট করে নিবে যায় কিংবা যাবে। সফলতা হলো সারা জীবনের প্রচেষ্টা। তীরের বালুকণা এক সময় সমুদ্রে হারিয়ে যেতে থাকে।
যেদিন আমি প্রথম ব্লগ লেখি সেদিন ভাবছিলাম ব্লগার হয়ে গেছি। আজ ১০ বছর আমি জানি আসলে কিছুই ইইনি।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: আপনি একজন ব্লগার
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৮
আমি সাজিদ বলেছেন: কি সব লেখেন, কোনও ব্লগারের সাথে মিথস্ক্রিয়া নাই। কারও পোস্টে মন্তব্য নাই, নিজের পোস্টে অতোটা রিপ্লাই নাই! অদ্ভুত মানুষ আপনি।