![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
ফেসবুকের এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো CM কিংবা কন্টেন্ট মানিটাইজেশন । সোজা বাংলায় লেখা, ছবি কিংবা স্টোরি দিয়ে টাকা ইনকাম। কোন পেইজ ছাড়াই নিজের ব্যক্তিগত আইডি থেকেই প্রাথমিকভাবে ফেসবুক আমাকে এই সুবিধাটি দিয়েছে। এরপরে বিষয়টি নিয়ে অনেকের কৌতূহল দেখতে পাচ্ছি। কেমনে পাবে? কি করতে হবে। বিভিন্ন প্রশ্ন। ফেসবুকে টাকা ইনকামের জন্য যদি কেউ পোস্ট করে সেটা সোজা বাংলায় বলবো কাপল বলদ টাইপের চিন্তা। যেমন ধরেন, নিচের পোস্টটি রীচ এবং ভিউস লাখের উপরে। ফেসবুক দিয়েছে ৫৩ সেন্ট।
দ্বিতীয় ছবিটির ভিউস এবং রীচ ১০ লাখের উপরে প্রায় ১২/১৩ লাখ । তাতে দিয়েছে ৩ ডলারের একটু কম।
সাধারণত এই পর্যায়ে গেলে একটা পোস্ট ভাইরাল হিসিবে ট্রিট করা যেতে পারে। মানে আপনার পোস্টটি বাংলাদেশে প্রায় ফেসবুকারের কাছে কোন না কোন ভাবে পৌঁছে গেছে এমন।
আর ইনকাম দিয়েছে মাত্র ৩৫০ টাকা এমন।
আমার যেসব পোস্টগুলোর রীচ কিংবা ভিউস এভারেজে ২০০০ এর নীচে সাধারণত কোন টাকা দেয় না ফেসবুক। পোস্টের রীচ ২০০০ থেকে ১০০০০/১২০০০ হলে ২/৩/৫সেন্ট থেকে ২৫ সেন্ট পর্যন্ত দেয়। তবে নির্ধারিত না। অনেকক্ষেত্রে ২০০০০ ভিউ কিংবা রীচ হলেও ৪/৫ সেন্ট দিচ্ছে।
যাইহোক, টাকা ইনকামের জন্য ফেসবুকে যদি আসেন তাহলে আপনার মাস্ট বি একটা ভালো ফ্যান বেইসড লাগবে। যারা আমার সব পোস্ট অন্তত লাইক কমেন্ট না করলেও রীচ করবে। নাহলে এখানে এক ডলার ইনকাম করতে এক হাজার পোস্ট করেও লাভ হবে না।
যাদের রীচ আছে তাদের জন্য এখানে মুহূর্তে ৩ থেকে ১০ ডলার কামানো জাস্ট কয়েক মিনিটের বেপার। চ্যালেঞ্জটা CM পাওয়া না, বরং আসলে কয় হাজার মানুষ আপনার লেখা ছবি কিংবা স্টোরি দেখতেছে সেখানে মূল চ্যালেঞ্জ।
২| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৮
নকল কাক বলেছেন: হুম