নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হিরো আলমদের ভীড়ে হারিয়ে যাওয়া রত্নরা

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৯

আশিক চৌধুরী সেদিন বলেছিলেন, মার্কিন শুল্কারোপ আমাদের জন্য ভালো সংকেত ।

তিনি আরো বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে আমি সুযোগ হিসেবেই দেখছি। কারণ যে দৃষ্টিভঙ্গী থেকে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে— ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টটেটিভের একটা রিপোর্ট আছে বাংলাদেশের বিষয়ে। বাংলাদেশে বিনিয়গের যে অবস্থা সেটির বিষয়ে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেই রিপোর্টে আমাদের জন্য বেসিক কিছু সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম, কাস্টম ডিউটির ক্ষেত্রে, দুর্নীতি— এরকম বেশ কয়েকটি বিষয়ে রিফর্মের কথা বলা হয়েছে। এই সংস্কারগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। অন্তর্বর্তী সরকার চাচ্ছিল যে, বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা এখানে একটা বড় ধরনের সংস্কার হোক, যাতে বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা সহজ হয়।’

ঝামেলা হলো তার কথাগুলো সেদিন ভাইরাল হয়নি। কারণ সেদি‌‌ন‌ও থাকে তেমন কেউ চিনতো না। আজ এক প্রেজেন্টেশনে সে জাতীয় নায়ক বনে গেলো।

গত কয়েক মাসে ছেলেটা দিনে ১৮ ঘন্টা পরিশ্রম করেছে। শত শত কোম্পানীর সিই‌ওদের সাথে ক‌থা বলেছে। কেনো জানেন? শুধু জানার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে বড় বড় বিদেশী বিনিয়োগকারীদের কি কি সমস্যায় পড়তে হয়?

লাক্সারি জীবন কিংবা ক্যারিয়ার ছুঁড়ে ছেড়ে চলে এসেছে। কোন এক সেপ্টেম্বরের দুপুরে একটি ফোনকল। কয়েকটি শব্দ। আশিক দেশের জন্য কিছু করার সুযোগ এসেছে। দেশে আসবে?

বউকে পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেনি। এটাকে বলে দেশপ্রেম!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৪

এ পথের পথিক বলেছেন: ব্লগে এ নিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাই ।
কিছু আত্মঅহংকারী এবং দলান্ধ ব্লগারদের দেখেছি এসব দেখেও না দেখার ভান করে থাকতে এবং বর্তমান সরকার নিয়ে চুলচেরা সমালোচনা করতে ।
সামনে আরো লিখবেন ।

২| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:০৬

আমি নই বলেছেন: এনারাই বাংলাদেশের রিয়েল হিরো, গোল্ডেন এ্যাসেট বলা যায়। এমন ভাবে ব্রিফ করতে শুধু বড় বড় কোম্পানির কর্তাদেরকেই দেখেছি। নিজের দেশেও এমনটা দেখা সত্যিই ভাগ্যের।

৩| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.