নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে ছবিগুলো হৃদয় জয় করে নিয়েছে

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৫

প্রথম ছবিতে একজন মহিলা পতাকা সমেত সাইকেল চালিয়ে চলে এসেছেন ।

দ্বিতীয় ছবিতে ভদ্রমহিলা হুইল চেয়ার সমেত চলে এসেছেন প্রতিবাদ করতে,

তৃতীয় ছবিতে মেয়ে বাবাকে সঙ্গী করে চলে এসেছেন প্রতিবাদ জানাতে,

চতুর্থ ছবিতে মায়ের কাঁধে সন্তান জবাব চাইছে, আমার ভাইদের মারলো কেনো?

ভাই এগুলো দেখে যদি চোখের জল না আসে তাহলে আপনি মানুষের পর্যায়ে নেই। সত্যি নেই!

একজন আমারে বলতেছে, প্রতিবাদ করে মজলুমের কি লাভটা করলেন আপনারা?

আরেকজন ঠেস্ মেরে বললো, আজকে কি গা'জা জয় করে ফিরেছেন? না খালি হাতে!

অন্যজন তো আরেক ডিগ্রী এগিয়ে, এগুলো না করে পারলে ওখানে গিয়ে যুদ্ধ করে দেখান। আরে ভাই, সুযোগ থাকলে এই ছবির মানুষগুলো সবার আগে ঝাঁপিয়ে পরবে। বাবা মেয়ের হাত ধরে। হুইল চেয়ার থেকে গুলতি মারতে মারতে শ'হীদ হয়েছে ওটা দেখেন নি?

নিজের ভাইয়ের গো*স্ত পলেথিন নিয়ে ঘুরতে দেখেন নি? পাথর না পেয়ে হয়তো ট্যাংকের সামনে নিজের ভাইয়ের টুকরোগুলো মেরে দিয়েছে। এটাই শক্তি। বিজয় হতে আর কি লাগে?







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.