![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আজকের নববর্ষের সেরা মোটিফটা দেখে ফেলেছি। যারা এই আইডিয়া নিয়ে এসেছেন তাদের স্যালুট ভাই। তোমরা মুগ্ধকে স্মরণ করেছো। যতদিন এই বাংলার বুকে মুগ্ধদের এভাবে স্মরণ করা হবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ। চোখে জল চলে আসলো আবারও!
ফিরে দেখা, ১৮ জুলাই ২০২৪ সালে, রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে তার চোখ হয়তো জ্বালা করছিল, কারণ ঠিক মতো তাকাতেও পারছিলেন না।
এমন সময়েও মুখে বলে যাচ্ছিলেন, পানি লাগবে? পানি পানি
আবারও কোটা সংস্কার আন্দোলনকারীদের জোরে জোরে বলছিলেন, ‘ভাই, পানি লাগবে কারও, পানি?’
এর মাত্র ১৫ মিনিট পর, কপালে গুলিবিদ্ধ হয়ে একটি দেহ লুটিয়ে পরছে। চোখ চিরতরে বন্ধ হয়ে আসছে। আর মুখে হয়তো দুটো শব্দ, ভাই পানি লাগবে কারও? পানি পানি।
আহা! কতটা বীরের মৃ'ত্যু! একদিন তো সবাই ম'রে যাবো। এভাবে দেশের জন্য কতজন ম'রতে পারে?
২| ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৪
কামাল১৮ বলেছেন: সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচার করতে হবে।সে সবাই কে পানি খাওয়াতে।তার মানে সে সবার আগে ছিলো না।পেছন থেকে কেউ গুলি করে তাকে হত্যা করেছে।লাশ ময়নাতদন্ত করলেই সব পরিস্কার হয়ে যাবে।
৩| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ২:২৭
রবিন_২০২০ বলেছেন: বীর মুগ্ধকে স্যালুট।
উপর এ মন্তব্যকারী @কামাল ১৮ লোকটা কি গর্ধব নাকি জেনে বুঝে আওয়ামী প্রোপাগান্ডা ছড়াচ্ছে ? পেছন থেকে গুলি করলে কপাল এ লাগে কিভাবে? @কামাল ১৮ এর কপাল কি পশ্চাৎদেশের উপর বসানো?
৪| ১৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা বলির পাঠা।
৫| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: এই আন্দোলনে জামাত শিবির মানুষ মেরেছে। এমনকি তারা পুলিশের পোশাক পরে মানুষ মেরেছে। থানায় আগুন দিয়েছে। পুলিশ হত্যা করেছে। লুটপাট করেছে। কিন্তু তারা দোষ চাপিয়েছে আওয়ামীলীগের কাধে।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৫
শিশির খান ১৪ বলেছেন: খুনি হাসিনা ক্ষমতার লোভে স্নাইপার দিয়া গুলি কইরা মানুষ মারার অর্ডার দিছিলো। কিছু মানুষ এখনো আওয়ামীলীগ এর দালালি করে ভাবতেই অবাক লাগে এদের কি কোনো বিবেক নাই ?