নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যারর বিচার চাই

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী তনু।সন্ধা ৭টায় টিওশনি শেষে বাড়ি ফেরার পালা, কিন্তু সেদিন তনুর বাড়ি ফেরা হয়নি।পাড়ি জমিয়েছে না ফেরার দেশে।রাত ১০টায় তার লাশটা পাওয়া যায়।আজ ললজ্জাবোধ হচ্ছে আমি পুরুষ।আচছা কেনইবা জোর করে একটা মেয়ের দামী সম্বলটা কেড়ে নিতে হবে ২০০টাকায়তো সেচ্ছাসেবী পাওয়া যায়।তনুর কি দোষ ছিল? তার দোষ ছিল সে বিচারহীন স্বাধীন দেশের নাগরিক। এদেশে ধর্ষকের শাস্তি হয়না প্রতিবাদীর শাস্তি হয়।তনু হত্যার বিচার চাই

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯

গোধুলী রঙ বলেছেন: যে দেশে ধর্ষনের বিচার হয় না, পরিবার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে নৈতিক শিক্ষা হারিয়ে গেছে, উলটো পথে ঘাটে নারীর অর্ধনগ্ন দেহের প্রদর্শনীর অভাব নেই, সেখানে বোরখা পরা মেয়ে তো দূরে থাক, গাভী, ছাগী ও নিরাপদ নয়।

খোলামেলা পোশাক ধর্শনের একমাত্র কারন নয়, অনেক কারনের একটা কারন। তবে আরো যেসব কারন বিদ্যামান, পোশাক কে দোষ দেওয়ার আগে সেইগুলো দূর করা লাগবে, এটা করা ছাড়া পর্দাও এই হুজ্জত রুখতে পারবে না।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: এদেশে ধর্ষকের শাস্তি হয়না প্রতিবাদীর শাস্তি হয় - এ অবস্থার অবসান চাই। প্রতিটি খুন ধর্ষণের বিচার চাই, অপরাধীর শাস্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.