নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিক্ষা ব্যাবস্হার কাছে হেরে যাওয়া কোন এক যোদ্ধার গল্প

১২ ই মে, ২০১৬ সকাল ১১:০৩

ছেলেটি কাঁদো মুখে বাড়ি ফিরেছে। মন ভেঙ্গে গেছে। ভেঙ্গে গেছে শত স্বপ্ন।G.P.A 5 অল্পের জন্য ছুটে গেছে। বাড়ি ফিরতেই বাবার রাগ বেড়ে গেল।মুখ দিয়ে যা আসলো তাই বলতে লাগলো।ছেলেটি অভিমানে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।
.
কিছু সময় অতিবাহিত হয়ে গেল। অতঃপর তার বাবা ভাবতে লাগলো ছেলের কি দোষ সে তো কষ্ট কম করে নি। G.P.A. 5 পেলে একটা ল্যাপটপ কিনে দিবে বলেছিল। আজ সকালেই তা কিনে রেখেছিল। ল্যাপটপ নিয়ে ছেলের রুমে কড়া নাড়লো কিন্তু কোন সাড়া নেই। জানালা দিয়ে তাকিয়ে দেখে তার ছেলে ঝুলছে পাখার সাথে এক খন্ড রশি ঝুলিয়ে। ঝুলছে কিছু স্বপ্ন।ঝুলছে আমাদের শিক্ষা ব্যাবস্হার কাছে হেরে যাওয়া কোন এক যোদ্ধা।
.
এটা আমাদের দেশের এক বাস্তব চিত্র।
.
আজ যারা G.P.A 5 পেয়েছে সেই তারাই ২ বছর পর যখন ভার্সিটি যুদ্ধে নামবে তখন তাদের মুখে একটা বাক্যই শোভা পাবে Fu*k education system.
.
যে যাই রেজাল্ট করেছো তা নিয়েই এগিয়ে যাও তবে একটা কথা মনে রেখ এই দেশ কখনো মেধার মূল্যায়ন করে নি আর করবেও না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:২২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.