নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

গুলশান হামলা

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:২৭

গুলশানে জঙ্গীদের আক্রমণের শিকার হোটেল থেকে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত আড়াইটার পর তাদের হোটেল কম্পাউণ্ড থেকে বের করে আনা হয়। এর মধ্যে একজন আর্জেন্টিনার নাগরিক আর অন্যজন বাংলাদেশী।
এই হামলার দায় আইএস ও আল-কায়দা উভয়ই স্বীকার করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার রাতের ওই সন্ত্রাসী হামলার দায় আইএস এবং আল-কায়দা উভয়ই স্বীকার করেছে। তবে সরকার বিদেশী সন্ত্রাসী জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সরকারের দাবি, স্থানীয় দুটি দল; আনসার-আল-ইসলাম ও জেএমবি জড়িত। বিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, তথাকথিত ইসলামি স্টেট (আইএস) ঘটনার দায় স্বীকার করেছে।
এদিকে, আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে যৌথ বাহিনী। এই বাহিনীতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো, র্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা রয়েছেন। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
জবাবে জঙ্গিরা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছে। শর্ত তিনটি হলো: আটক খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে, তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান- স্বীকৃতি দিতে হবে।
প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.