![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবার ঢাকার রাস্তা ফাঁকা, কারন আজ অফিসগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
..
সাইটে অফিসে বসে আছি, কারন বেসরকারী চাকুরীজীবী বেশিরভাগ সিভিল ইন্জিনিয়ারদের শুক্রবার বন্ধ থাকে না।
..
একটা সময় ছিল যখন এই শুক্রবারকে ঘিরে থাকতো শত জল্পনা কল্পনা।
..
স্কুল জীবনে শুক্রবারগুলো কাটতো খেলার মাঠে।ব্যাট হাতে সেই সময়গুলো জীবনের শ্রেষ্ঠ সময়।
..
কলেজ জীবনে শুক্রবারগুলোর সকালটা কাটতো আড্ডায়।বিকেলটা কিন্তু বদলায়নি, ব্যাট হাতে মাঠের সেই সোনালী দিনগুলো জীবনের শেষ্ঠ সময়।
..
আজও সপ্তাহ ঘুরে শুক্রবার আসে।কিন্তু সেই বন্ধুদের কেউই পাশে নেই, নেই সেই ব্যাট হাতে সোনালী বিকেল।
..
আজ সবাই যার যার জীবন নিয়ে ব্যাস্ত, কেউ প্রবাসী, কেউ ব্যাবসায়ী, কেউ বাপের হোটেলের ম্যানেজার, কেউ স্কুল শিক্ষক, কেউ চাকুরীজীবী।
..
আবারকি ফিরে আসবে সেই একটি শুক্রবার।যার সকালটা কাটবে আড্ডায়, আর বিকেলটা ব্যাট হাতে???
..
হয়তো একদিন সময় হবে,ব্যাট হাতে মাঠেও নামবো কিন্তু সকল বন্ধুরা এক হতে পারবোনা।
..
আজ যারা ছাত্র জীবনে আছো, বন্ধের দিনগুলো বন্ধুদের সাথে মেতে উঠো যার যার মতো করে।
..
জীবনের এই সময়টা একবার গেলে আর ফিরে পাওয়া যায় না।তখন পকেটে টাকা থাকবে,বন্ধু থাকবে কিন্তু সময় থাকবে না।
©somewhere in net ltd.