![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১২ সালের ১০ই ফেব্রুয়ারি রাতে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর -রুনিকে।
..
চলতি বছরের ২০ই মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তনু হত্যা।তা আবার কুমিল্লা ময়নামতি সেনানিবাসে।সারাদেশে সবার মুখে একটাই কথা ছিল তনু হত্যার বিচার চাই।আজ হয়তো জাতী বলবে তনু কে?????
..
চলতি বছরের ৫ই জুন চট্রগ্রামের জিইসি মোরে হত্যা হন বাবুল আক্তারের স্ত্রী মিতু।
..
একটার পর একটা ঘটনা ভুলিয়ে দেয় পুরাতন ঘটনা।
..
আমাদের প্রশাসন হত্যা হলে লাশ কবর হতে তুলতে পারে কিন্তু খুনিকে বের করতে পারে না।
..
৪ বছরেও ধরা পড়েনি সাগর-রুনির হত্যাকারীরা। ৯মাসেও ধরা পড়েনি তনু হত্যাকারীরা। কারন এখন আর কেউ হ্যাস ট্যাগ দিয়ে লেখেনা we want justice for Tonu, মিতু হত্যার রহস্যের ছায়ায় রয়েছে মামলার তদন্ত।
..
পুলিশ-ডিবি- RAB-সিআইডিতে ঘুরপাক খায় তদন্ত।আর একসময় থেমে যায় সম্পুর্নভাবে।ধুলো জমা ফাইলের আড়ালে হারিয়ে যায় একের পর এক তদন্তের ফাইল।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধীর বিচার দাবী করা প্রতিটি বিবেকবান মানুষের পবিত্র দায়িত্ব। এ দাবী থেকে সরে গেলে সমাজ পিছিয়ে যায়, অপরাধের সংখ্যা বেড়ে যায়।