নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

অকৃতকার্য

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:০১

সবাই যখন রেজাল্টের খবর শুনে মিস্টির দোকানে ভীর জমাচ্ছে তখন রেজাল্ট খারাপ করারা ঘরের কোনে একলা বসে অশ্রুর ভীর জমাচ্ছে।
..
রেজাল্ট ভালো করে যখন কেউ ফেসবুকে স্টাটাস দেয় ঘরের কোনে একলা সেই ব্যাক্তিটির অশ্রুর ভীর আরো বেড়ে যায়।
..
সন্ধায় বন্ধুরা যখন পার্টিতে মেতে উঠে সেলফি আফলোড করে, তখন গতকালও এমন পার্টি করবে বলে ভেবে থাকা সেই রেজাল্ট খারাপ করা মানুষটার একাকিত্ব আর মন খারাপ আরো বেড়ে যায়।
..
মিস্টি হাতে যখন প্রতিবেশি অথবা কল করে কেউ বলে ভাবি আমার ছেলেতো জিপিএ-৫ পেয়েছে আপনার মেয়ে কি পেয়েছে????তখন ঐ মায়ের চোখের কোনে এক বিন্দু জল আর নিঃশব্দে কান্না করা একটি রাতের গল্প হয়তো সবার অজানাই রয়ে যাবে।
..
আাগামীকাল যেই পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রঙ্গীন ছবিতে ভিক্টোরি সাইনে মেতে উঠা কৃতকার্য ছাত্র ছাত্রীর ছবি ছাপানো হবে সেই পত্রিকায় মাজের পৃষ্ঠায় কালো অক্ষরে সিলিং ফ্যানে ঝুলে যাওয়া কিছু তরুন তরুনির কলাম লেখা হবে যে পৃষ্ঠা হয়তো অনেকেই উল্টাবেনা।
..
আজ বিকেল থেকেই অনেক বাবা মা ঘর থেকে বের হচ্ছে না শুধু একটি প্রশ্নের ভয়ে "আপনার ছেলে মেয়ের রেজাল্ট কি????"
..
কোন সমাজের লোক লজ্জার ভয়ে তোমরা??? যে সমাজ সফলের পিছনে হিংসা ভরা মন্ত্র নিয়ে ঘুরে।
..
কোন সমাজের লোকলজ্জার ভযে তোমরা??? যে সমাজ বিফলের কাঁধে হাত রেখে একবার বলতে পারে না তুমি চেষ্টা করো আরো একটি বার।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.