![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীতে জয়,
নারীতেই ক্ষয়।
নারীতে গর্ব,
নারীতেই খর্ব।
নারীতে স্বর্গ,
নারীতেই নরক।
নারীতে পূর্ন,
নারীতেই শূন্য।
নারীতে রাজা,
নারীতেই সব হারিয়ে প্রজা।
নারীতে সন্ধী,
নারীতেই বিচ্ছেদ।
নারীতে আঁধার,
নারীতেই আলো।
নারীতে জয়জয়কার,
নারীতেই হারাকার।
নারীতে কবিতা,
নারীতে করুন সুর।
নারীতে মমতা,
নারীতেই ছলনা।
নারীতে ভালোবাসা,
নারীতেই হারিয়ে সব আশা।
নারীতে শুরু,
নারীতেই শেষ।
নারী তুমি রংধনু, এক এক সময় এক এক রঙ্গে রঙ্গীন।
২| ২২ শে মে, ২০১৭ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: শেষের লাইনটা খুব সুন্দর হয়েছে।
৩| ২২ শে মে, ২০১৭ রাত ৯:৪৮
খালিদ১২২ বলেছেন: নারীতে মমতা,
নারীতেই ছলনা।
৪| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৭ রাত ৯:০৯
দীপঙ্কর বেরা বলেছেন: খুব সুন্দর