| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপাটখানা লাগিয়ে দিয়ে আকাশ
হতভাগা বলল এবার কি চাস
দৃষ্টি তবু রইল পড়ে খামে
পরের ট্রেনটা জানিস কখন থামে
নীরব তবু অথৈ অকুল নদী
মরতে গিয়ে মনের মধ্যে যদি।
সাঁঝ পেরুলে ট্রেনটা যাবে থেমে
ইস্টিশনের উল্টো দিকে নেমে
মাইল পেরুলে থামতে হবে জেনো
মনের মধ্যে ভর করেছে কেন
সেই চিঠিটা আগলে আছি আজো
আগলে আছি শব্দ এবং ভাঁজ-ও
লেখা ছিল ´যাচ্ছি চলে জেনো´
আজো কেমন আগলে আছি সে বোধ
আমার হাজার লক্ষ কোটি কেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
আবীরের ঘোড়া বলেছেন: অনেকদিন শুনিনি কথাটা। ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম। তাই ধন্যবাদটা আপনার পাওনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ